পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

স্ট্রেচ মার্ক নিয়ে ট্রোলড, জ়রীনকে 'পার্ফেক্ট' বললেন অনুষ্কা - perfect

সোশাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে ট্রোলিংয়ের মুখে পড়েন অভিনেত্রী জ়রীন খান । ছবিতে পেটে স্ট্রেচ মার্ক দেখা যাওয়ায় এই ট্রোলিং । এই পরিস্থিতিতে জ়রীনের পাশে দাঁড়ালেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ।

জ়রীন খান

By

Published : Sep 1, 2019, 7:47 PM IST

মুম্বই : ছবিতে পেটে স্ট্রেচ মার্ক দেখা যাওয়ায় ট্রোলড হতে হয় অভিনেত্রী জ়রীন খানকে । জ়রীনের সমর্থনে তাঁর পাশে দাঁড়ালেন অভিনেত্রী অনুষ্কা শর্মা । সঙ্গে জানান, জ়রীন একদম পার্ফেক্ট ।

ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে জ়রীনকে সমর্থন করেন অনুষ্কা । তিনি লেখেন, "জ়রীন তুমি সুন্দর ও সাহসী এবং দৃঢ় ও সম্পূর্ণ । #Appreciationpost #lookbeyondthebody"

অনুষ্কার ইনস্টাগ্রাম স্টোরি

একটি ক্রপ টপ পরে ছবি শেয়ার করার পর থেকেই ট্রোলিংয়ের মুখে পড়তে হয় অভিনেত্রী জ়রীনকে । ছবিতে তাঁর পেটের স্ট্রেচ মার্ক নিয়ে শুরু হয় ট্রোলিং । তারপর তিনি একটি নোট লেখেন, "নিজের অসম্পূর্ণতাগুলোকে লুকিয়ে রাখার চেয়ে স্বাগ্রহে গ্রহন করা গর্বের ।"

জ়রীন বলেন, "যেসমস্ত মানুষ খুবই কৌতুহল আমার পেটের ব্য়াপারে জানতে, এটা একজন মানুষের সাধারণ পেট, যে তাঁর ওজন 15 কিলোগ্রাম কমিয়েছে, ফোটোশপ বা সার্জিকালি ঠিক না করা হলে এটা এরকমই দেখায় ।"

তিনি আরও বলেন, "আমি সবসময় সঠিক থাকতে পছন্দ করি । নিজের অসম্পূর্ণতাগুলোকে লুকিয়ে রাখার চেয়ে স্বাগ্রহে গ্রহন করতে ভালবাসি ।"

কাজের ক্ষেত্রে 'হাম ভি অকেলে তুম ভি অকেলে'-তে দেখা যাবে জ়রীনকে ।

ABOUT THE AUTHOR

...view details