মুম্বই : তাপসী পান্নুর সঙ্গে অনুরাগ কাশ্যপের বন্ধুত্বের কথা পুরো ইন্ডাস্ট্রি জানে । শুধু বন্ধুত্ব নয়, একে অপরের কাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে তাঁদের । তাই অনুরাগের একাধিক চ্যালেঞ্জিং প্রোজেক্টে তাপসীকে দেখা গেছে বরাবর । পরিচালকের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ । এই কঠিন সময়ে বন্ধু অনুরাগের পাশে দাঁড়ালেন তাপসী ।
নিজের সাম্প্রতিক পোস্টে তাপসী লিখেছেন, "এই পোস্ট তোমার জন্য বন্ধু, আমার দেখা সেরা নারীবাদী তুমি । খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আবারও একটি সেটে দেখা হবে, যেখানে তোমার সৃষ্ট শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ নারী চরিত্ররাই গল্পকে চালনা করবে ।"