পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনুরাগের পাশে তাপসী, বললেন "আমার দেখা সেরা নারীবাদী" - তাপসী পান্নুর খবর

অনুরাগ কাশ্যপের পাশে দাঁড়ালেন তাপসী পান্নু । তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগকে যে একেবারেই বিশ্বাস করেন না তাপসী, তা বুঝিয়ে দিলেন নিজের সাম্প্রতিক পোস্টে ।

taapsee pannu supported anurag kashyap
taapsee pannu supported anurag kashyap

By

Published : Sep 20, 2020, 1:37 PM IST

মুম্বই : তাপসী পান্নুর সঙ্গে অনুরাগ কাশ্যপের বন্ধুত্বের কথা পুরো ইন্ডাস্ট্রি জানে । শুধু বন্ধুত্ব নয়, একে অপরের কাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে তাঁদের । তাই অনুরাগের একাধিক চ্যালেঞ্জিং প্রোজেক্টে তাপসীকে দেখা গেছে বরাবর । পরিচালকের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ । এই কঠিন সময়ে বন্ধু অনুরাগের পাশে দাঁড়ালেন তাপসী ।

নিজের সাম্প্রতিক পোস্টে তাপসী লিখেছেন, "এই পোস্ট তোমার জন্য বন্ধু, আমার দেখা সেরা নারীবাদী তুমি । খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আবারও একটি সেটে দেখা হবে, যেখানে তোমার সৃষ্ট শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ নারী চরিত্ররাই গল্পকে চালনা করবে ।"

দেখে নিন তাপসীর পোস্ট...

এদিকে অনুরাগও নিজের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ উড়িয়েছেন । তবে তাঁর নিশানায় অভিযোগকারী পায়েল ঘোষ নন, রয়েছেন কঙ্গনা রানাওয়াত । কঙ্গনাই পায়েলের সাহায্য নিয়ে অনুরাগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, ধারণা পরিচালকের ।

এই ধারণা কি খুব একটা ভুল ? প্রশ্ন তুলছেন নেটিজেনরাই ।

ABOUT THE AUTHOR

...view details