পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভাইপো অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা অনিলের - অর্জুন কাপুরের খবর

আজ অর্জুন কাপুরের 35 তম জন্মদিন । আর এই বিশেষ দিনটিতে কাকা অনিল কাপুরের থেকে শুভেচ্ছা পেলেন অভিনেতা ।

Anil Kapoor wished Arjun kapoor
Anil Kapoor wished Arjun kapoor

By

Published : Jun 26, 2020, 3:31 PM IST

মুম্বই : অর্জুন কাপুরকে স্নেহ করেন অনিল কাপুর । অর্জুনের সেন্স অফ হিউমর, তাঁর বুদ্ধিদীপ্ত কথাবার্তাকে ভীষণ পছন্দ করেন অনিল । ভাইপোকে দেওয়া জন্মদিনের শুভেচ্ছাতেও সেই কথাগুলোই ফুটে উঠল অনিলের লেখায় ।

অর্জুনের সঙ্গে নিজের কয়েকটি ছবি শেয়ার করে অনিল লিখেছেন, "হ্যাপি বার্থডে চাচু, অর্জুন কাপুর", হ্যাঁ ভাইপোকে 'চাচু' বলেই সম্বোধন করেন অনিল । এর থেকেই বোঝা যায় যে, অর্জুনকে এখনও বাচ্চা মনে করেন তাঁর কাকা ।

অনিল লিখেছেন, "তোমার জীবনের প্রতিটি মানুষকে তুমি ভালোবাসা আর যত্নে ভরিয়ে দাও । আর সেটাই আমার খুব ভালো লাগে । আরও অনেক বছর বাঁচুক তোমার পজ়িটিভিটি, মজা, রসবোধ, আর আমাদের একসঙ্গে করা সেই পাগলামিগুলো.."

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই শুভেচ্ছা শেয়ার করেছেন অনিল । দেখে নিন...

.

ABOUT THE AUTHOR

...view details