পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

50তম জন্মদিনে যশরাজ ফিল্মসের নতুন লোগো - Aditya chopra latest news

প্রকাশ্যে এল দেশের অন্যতম ঐতিহ্যশালী ও জনপ্রিয় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের নতুন লোগো । আজ এই সংস্থার 50তম জন্মদিন ।

Yash raj films new logo
Yash raj films new logo

By

Published : Sep 27, 2020, 7:12 PM IST

মুম্বই : যশরাজ ফিল্মসের 50তম জন্মদিনে সামনে আনা হবে প্রযোজনা সংস্থার নতুন লোগো, একথা অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন আদিত্য চোপড়া । অবশেষে সেই দিনটি এল । প্রকাশ্যে এল এই ঐতিহ্যশালী ও জনপ্রিয় প্রোযোজনা সংস্থার নতুন লোগো ।

লোগোটি শেয়ার করেছেন ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ । প্রযোজনা সংস্থাটির প্রতিষ্ঠাতা যশ চোপড়ার 88তম জন্মদিনে লোগোটি সামনে আনলেন পুত্র আদিত্য ।

এত বছর ধরে এই সংস্থা যে সমস্ত কালজয়ী সিনেমা তৈরি করেছে, তার একটা ঝলক রাখা হয়েছে নতুন অ্যানিমেটেড লোগোতে । ব্যাকগ্রাউন্ডে লতার সেই বিখ্যাত কণ্ঠ, সেটা অবশ্য একই রয়ে গেছে ।

দেখে নিন লোগোটি...

ABOUT THE AUTHOR

...view details