মুম্বই : যশরাজ ফিল্মসের 50তম জন্মদিনে সামনে আনা হবে প্রযোজনা সংস্থার নতুন লোগো, একথা অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন আদিত্য চোপড়া । অবশেষে সেই দিনটি এল । প্রকাশ্যে এল এই ঐতিহ্যশালী ও জনপ্রিয় প্রোযোজনা সংস্থার নতুন লোগো ।
লোগোটি শেয়ার করেছেন ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ । প্রযোজনা সংস্থাটির প্রতিষ্ঠাতা যশ চোপড়ার 88তম জন্মদিনে লোগোটি সামনে আনলেন পুত্র আদিত্য ।