মুম্বই : কোরোনা আমাদের একটা অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিয়েছে । কবে সবকিছু স্বাভাবিক হবে জানা নেই । অনিশ্চয়তা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও । জনসমাগম ছাড়া শুটিং বা শুটিং সম্পর্কিত কোনও কাজই করা সম্ভব নয় । এই অবস্থায় কবে থেকে শুট শুরু হবে সেই নিয়ে চিন্তায় ইয়ামি ।
IANS-কে অভিনেত্রী বললেন, "সিনেমার বাজেট নিয়ে এরই মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে । বাজেট কীভাবে কমানো যায়, সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে । কোন মিডিয়ামে ছবি মুক্তি পাবে সেই নিয়েও ভাবছেন প্রযোজকরা । থিয়েটারগুলো বন্ধ, কবে খুলবে জানে না কেউ ।"