পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"জানি না, কবে থেকে শুটিং শুরু হবে..", চিন্তায় ইয়ামি - ইয়ামি গৌতমের শুটিং

লকডাউন উঠে গেলেও, শুটিং যে কবে শুরু হবে সেই নিয়ে চিন্তায় ইয়ামি গৌতম ।

yami gautam latest news
yami gautam latest news

By

Published : May 24, 2020, 3:06 PM IST

মুম্বই : কোরোনা আমাদের একটা অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিয়েছে । কবে সবকিছু স্বাভাবিক হবে জানা নেই । অনিশ্চয়তা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও । জনসমাগম ছাড়া শুটিং বা শুটিং সম্পর্কিত কোনও কাজই করা সম্ভব নয় । এই অবস্থায় কবে থেকে শুট শুরু হবে সেই নিয়ে চিন্তায় ইয়ামি ।

IANS-কে অভিনেত্রী বললেন, "সিনেমার বাজেট নিয়ে এরই মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে । বাজেট কীভাবে কমানো যায়, সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে । কোন মিডিয়ামে ছবি মুক্তি পাবে সেই নিয়েও ভাবছেন প্রযোজকরা । থিয়েটারগুলো বন্ধ, কবে খুলবে জানে না কেউ ।"

ইয়ামির কাছেই OTT প্ল্যাটফর্মে কাজ করার অফার আসছে, নিজেই জানালেন তিনি । বললেন, "অল্প বাজেটের সিনেমাগুলো তো OTT প্ল্যাটফর্মে রিলিজ় করতে পারে, সেই সুবিধা ওদের আছে । আমার কাছেই প্রস্তাব এসেছে । শুরুতেই বলে দিচ্ছে যে, এই ছবি OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে..."

.

চিন্তিত ইয়ামি আরও বললেন, "লকডাউন উঠে যাওয়া মানেই তো কোরোনা থেকে মুক্তি নয় । কবে থেকে শুটিং চালু হবে জানি না ।"

তবে এই সময়ে সেফটিটাই আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত, মনে করেন অভিনেত্রী । নতুন গাইডলাইনের অপেক্ষায় ইয়ামি ।

ABOUT THE AUTHOR

...view details