পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার প্লেস্কুলের এক শিক্ষিকার চরিত্রে ইয়ামি - movie A Thursday

পরবর্তী ছবি 'আ থার্সডে'-তে প্লেস্কুলের এক শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন ইয়ামি গৌতম । 2021-এ ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ।

োে্
োে্

By

Published : Sep 4, 2020, 1:12 PM IST

মুম্বই : ইয়ামি গৌতমের পরবর্তী ছবি 'আ থার্সডে'। সেখানে প্লেস্কুলের এক শিক্ষিকার চরিত্রে দেখা যাবে তাঁকে । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ।

আজ এই ছবির কথা ঘোষণা করেন ইয়ামি । ইনস্টাগ্রামে নিজের ফোটোর সঙ্গে ছবির নির্মাতাদের একটি কোলাজ বানিয়ে তা পোস্ট করেন তিনি । এর ক্যাপশনে লেখেন, "উইকেন্ডের থেকেও এখন সবথেকে বেশি 'আ থার্সডে'-র জন্য অপেক্ষা করছি ।"

ছবিটি পরিচালনা করেছেন বেহজ়াদ খাম্বাটা । আর যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালা ও প্রেমনাথ রাজাগোপালান । 2021 সালে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ।

.

এছাড়া আরও 'ভূত পুলিশ'-এর মতো ছবি রয়েছে ইয়ামির হাতে । সেখানে জ্যাকলিন ফার্নান্ডেজ়, সইফ আলি খান ও অর্জুন কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । চলতি বছরের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হবে । বেশিরভাগ পাহাড়ি এলাকায় হবে ছবির শুটিং ।

ABOUT THE AUTHOR

...view details