পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চণ্ডীগড়ে শুটিং শুরু করলেন ইয়ামি গৌতম - Yami Gautam kickstarts shooting

কোরোনা পরিস্থিতির মধ্যে শুটিং শুরু করলেন ইয়ামি গৌতম । চণ্ডীগড়ে তাঁর পরবর্তী ছবির জন্য শুটিং শুরু করলেন তিনি ।

fd
fsd

By

Published : Aug 11, 2020, 11:03 PM IST

চণ্ডীগড় : অক্ষয় কুমার, আমির খান, রণবীর কাপুরের পর এবার কোরোনা পরিস্থিতির মধ্যে শুটিং শুরু করলেন ইয়ামি গৌতম । চণ্ডীগড়ে তাঁর পরবর্তী ছবির জন্য শুটিং শুরু করলেন তিনি ।

ইনস্টাগ্রাম স্টোরিতে সেই মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেন ইয়ামি । একটি ছবিতে ফেস শিল্ড পরে সেলফি তুলতে দেখা গিয়েছে তাঁকে । এখন অবশ্য এটাই নিউ নরম্যাল ।

ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

অন্য ছবিতে গাড়ির মধ্যে মাস্ক ও সানগ্লাস পরে বসে থাকে দেখা গিয়েছে তাঁকে । তার ক্যাপশনে লেখেন, "নতুন দিন, নতুন শুট, জীবনের নতুন দিক ।" এই ছবির নিচে লেখা চণ্ডীগড় ।

ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

আরও একটি খাবারের ছবি পোস্ট করেন তিনি । সেখানে লেখেন, "নিজের হোমটাউনে শুটিং করা । মায়ের হাতের খাবার ।"

ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

ইয়ামির পরবর্তী ছবি 'গিনি ওয়েডস সানি'। এটি একটি রোম্যান্টিক কমেডি ছবি । পরিচালনায় পুনিত খান্না ।

ABOUT THE AUTHOR

...view details