পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্ত মামলায় CBI-এর তদন্তে কোনও আপত্তি নেই রিয়ার, জানালেন অভিনেত্রী

সুশান্ত সিং রাজপুত মামলার তদন্ত CBI-এর হাতে তুলে দিলে কোনও আপত্তি নেই রিয়া চক্রবর্তীর । তবে বিহার পুলিশ নয়, CBI-এর হাতে এই তদন্তভার তুলে দিতে হবে সুপ্রিম কোর্টকেই । এমনই আর্জি অভিনেত্রীর ।

Rhea chakrabartyhas no problem with CBI enquiery
Rhea chakrabartyhas no problem with CBI enquiery

By

Published : Aug 14, 2020, 10:06 AM IST

মুম্বই : গত সপ্তাহেই কেন্দ্রীয় সরকারকে সুশান্ত মামলা CBI-এর হাতে তুলে দেওয়ার আর্জি জানায় বিহার সরকার । নীতিশ কুমার সরকারের সেই আবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টের কাছে সেই সুপারিশ জানায় । অন্যদিকে, রিয়া চক্রবর্তী সুশান্তের বাবার দায়ের করা মামলা পটনা থেকে মুম্বইতে নিয়ে আসার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন । 11 আগস্ট সেই মামলার শুনানি থাকলেও কোনও রায় দেয়নি শীর্ষ আদালত ।

তবে রিয়া জানিয়ে দিয়েছেন যে তদন্তভার CBI-এর কাছে গেলে তাঁর কোনও আপত্তি নেই । বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে লিখিতভাবে একথা জানালেন অভিনেত্রী । তবে বিহার সরকার নয়, সুপ্রিম কোর্টকেই এই দায়িত্ব নিতে হবে, আর্জি রিয়ার ।

.

রিয়া লিখিত ভাবে জানিয়েছেন যে, CBI তদন্তে তাঁর কোনও আপত্তি নেই । তিনিও চান সত্যিটা সামনে আসুক । তবে বিহার সরকার নয়, শীর্ষ আদালত যদি সরাসরি 142 ধারা প্রয়োগ করে CBI-এর হাতে তদন্তভার তুলে দেয় সেক্ষেত্রেই তিনি সবরকম সহযোগিতা করতে রাজি ।

সুশান্ত আর রিয়ার দুই আইনজীবী, মহারাষ্ট্র-বিহার সরকারের কাউন্সেল যথাক্রমে অভিষেক মানু সিংভি ও মনিন্দর সিং সুপ্রিম কোর্টে সুশান্ত মামলা নিয়ে লিখিত আর্জি জমা দিয়েছেন ।

সুশান্তের দুই প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে এবং কৃতি স্যাননও অভিনেতার মৃত্যুর ন্যায়বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, দাবি করেছে CBI তদন্তের ।

ABOUT THE AUTHOR

...view details