মুম্বই : নিজের কষ্টের সময়গুলোর কথা মনে করলেন অভিনেতা অনিল কাপুর । তিনি জানান, মূলধারার নায়ক হিসেবে তাঁর প্রথম ছবি 'উয়ো 7 দিন'-র তাঁর জীবন পরিবর্তনে বিশেষ ভূমিকা ছিল ।
অনিল আজ টুইটারে 1983 সালের সিনেমার সেটের ছবি শেয়ার করেন ।
তিনি ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "1977 থেকে 1983 পর্যন্ত আমি কাজ করেছি... পরিশ্রম করে গেছি একটি সুযোগের জন্য যা সব কিছু বদলে দেবে এবং উয়ো 7 দিন সেই সুযোগটাই ছিল! একটি জীবন পরিবর্তনের মুহূর্ত ও রোল!"