পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"সুশান্তের মৃত্যুতে সাক্ষীদের খুন করা হতে পারে", আশঙ্কা নীরজ সিং বাবলুর - Witnesses might get killed

সম্প্রতি ANI-কে দেওয়া সাক্ষাৎকারে নীরজ কুমার বাবলু বলেন, "সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে । কিন্তু, মুম্বই পুলিশ তাঁদের কোনও সুরক্ষা দিচ্ছে না । সাক্ষীদের যে কোনও সময় খুন করা হতে পারে । অবিলম্বে সাক্ষীদের সুরক্ষার দাবি জানাচ্ছি আমরা ।"

ে্ি
ি্ে

By

Published : Aug 18, 2020, 2:25 PM IST

পটনা : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে 2 মাস । কিন্তু, এখনও তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি । যতদিন যাচ্ছে আরও ঘনীভূত হচ্ছে রহস্য । প্রায় প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য । আর এবার সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করলেন BJP বিধায়ক ও সুশান্তের তুতো দাদা নীরজ কুমার বাবলু ।

সম্প্রতি ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে । কিন্তু, মুম্বই পুলিশ তাঁদের কোনও সুরক্ষা দিচ্ছে না । সাক্ষীদের যে কোনও সময় খুন করা হতে পারে । অবিলম্বে সাক্ষীদের সুরক্ষার দাবি জানাচ্ছি আমরা ।"

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের দাবি, আত্মহত্যা করেছেন তিনি । কিন্তু, এখনও তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি । তা জানতে তদন্ত শুরু করে মহারাষ্ট্র পুলিশ । যদিও সেই তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না সুশান্তেরা বাবা । আর সেই কারণেই 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তী সহ 6 জনের বিরুদ্ধে FIR দায়ের করেন তিনি ।

তাঁর অভিযোগ, সুশান্তের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া চক্রবর্তী । এমনকী, দফায় দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । সুশান্তের অ্যাকাউন্টে 17 কোটি টাকা ছিল । সেখান থেকে অন্য অ্যাকাউন্টে 15 কোটি টাকা ট্রান্সফার করা হয় বলেও অভিযোগ তোলেন । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি । ওই FIR-এর উপর ভিত্তি করেই 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED । এরপর সুশান্তের মৃত্যুর মামলায় রিয়া চক্রবর্তী সহ ছ'জনের বিরুদ্ধে FIR দায়ের করে CBI ।

শুনুন নীরজ কুমার বাবলুর বক্তব্য

এই ঘটনায় প্রথম থেকেই CBI তদন্তের দাবি জানিয়েছিলেন একাধিক তারকা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব । এ প্রসঙ্গে নীরজ কুমার বলেন, "সাক্ষীরা ভীতসন্ত্রস্ত । মুম্বই পুলিশ তাঁদের কোনও সুরক্ষা দিচ্ছে না । CBI তদন্ত হলে এই ধরনের সমস্যা হবে না । সেই কারণেই আমরা বারবার CBI তদন্তের দাবি জানাচ্ছি ।"

ABOUT THE AUTHOR

...view details