মুম্বই : আজ 30-এ পা দিলেন কৃতি শ্যানন । কোরোনা পরিস্থিতির মধ্যে বাইরে জন্মদিন পালনও করতে পারছেন না তিনি । অগত্যা বাড়িতেই পরিবারের সঙ্গে এই দিন কাটালেন অভিনেত্রী । এই বিশেষ দিনে তাঁকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন একাধিক বলি তারকা ।
দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান নুপুর শ্যাননও ।
বরুণ ধাওয়ান : সোশাল মিডিয়ায় কৃতির সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন বরুণ । আর তার মাধ্যমেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানান তিনি ।
মুকেশ ছাবড়া : কৃতির সঙ্গে তোলা ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক মুকেশ ছাবড়াও ।
আথিয়া শেট্টি : কৃতির সঙ্গে তোলা একটি সাদা কালো ছবি পোস্ট করেন আথিয়া । সেখানে পিছন থেকে কৃতিকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি । এর মাধ্যমেই শুভেচ্ছা জানান আথিয়া ।