পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রণবীর সিংকে নিয়ে সংশয়ে ছিলেন কপিল ? - কপিল দেবের খবর

একজন অভিনেতা হয়ে একজন স্পোর্টসম্যানের চরিত্রে অভিনয় করতে পারবেন তো রণবীর সিং ? '83' ছবিটির কথা শুনে প্রথমটায় বেশ সংশয়ে ছিলেন কপিল দেব । তবে সেই সংশয় কাটিয়েছিলেন রণবীর নিজেই, নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেনের কাছে ।

ranveer singh as kapil dev
ranveer singh as kapil dev

By

Published : Nov 20, 2020, 9:39 PM IST

মুম্বই : '83' ছবিতে 1983 সালে ভারতের সেই অবিস্মরণীয় ও ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের ঘটনাকে ফুটিয়ে তোলা হবে । আর সেই সময় ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং । এটা জানতে পেরে প্রথমটায় সংশয়ে ছিলেন কপিল দেব । মনে প্রশ্ন জেগেছিল, রণবীর পারবেন তো ?

"আমি ভয় পেয়েছিলাম । ভেবেছিলাম ও তো একজন অভিনেতা, একজন স্পোর্টসম্যানের চরিত্র ফুটিয়ে তুলতে পারবে তো ? খেলোয়াড় সূলভ আচরণ, খেলোয়াড়ের মানসিকতা ফুটিয়ে তোলা তো সহজ নয় । ওঁর মধ্যে কি এত ক্ষমতা আছে ?", IANS-কে জানালেন কপিল দেব ।

তবে তিনি যখন দেখলেন যে, রণবীর দিনে আট ঘণ্টা করে মাঠে খেলা প্র্যাক্টিস করছেন, তখন মন শান্ত হল কপিলের । তবে আর এক ভয় শুরু হল তাঁর । মনে হল রণবীর তো আর কুড়ি বছরের যুবক নয়, যদি চোট লেগে যায় !

.

তাছাড়া কপিলের সঙ্গে সাত-আট দিন থেকেছিলেন রণবীর । ক্যামেরায় রেকর্ড করেছিলেন ভারতীয় ক্যাপ্টেনের চলা-বলা সবকিছু । ছবির পুরো টিমের এই উদ্যোগ আর তৎপরতা দেখে নিশ্চিন্ত হয়েছিলেন কপিল দেব । বিশ্বাস করেছিলেন যে, এরাই পারবে ।

ABOUT THE AUTHOR

...view details