মুম্বই : '83' ছবিতে 1983 সালে ভারতের সেই অবিস্মরণীয় ও ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের ঘটনাকে ফুটিয়ে তোলা হবে । আর সেই সময় ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং । এটা জানতে পেরে প্রথমটায় সংশয়ে ছিলেন কপিল দেব । মনে প্রশ্ন জেগেছিল, রণবীর পারবেন তো ?
"আমি ভয় পেয়েছিলাম । ভেবেছিলাম ও তো একজন অভিনেতা, একজন স্পোর্টসম্যানের চরিত্র ফুটিয়ে তুলতে পারবে তো ? খেলোয়াড় সূলভ আচরণ, খেলোয়াড়ের মানসিকতা ফুটিয়ে তোলা তো সহজ নয় । ওঁর মধ্যে কি এত ক্ষমতা আছে ?", IANS-কে জানালেন কপিল দেব ।