পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রণবীরের সঙ্গে ঘুরতে গেলে ব্যাগে সেলাই কিট রাখেন দীপিকা - দীপিকা পাডুকোন

রণবীরের সঙ্গে ঘুরতে গেলে ব্যাগে অবশ্যই সেলাই কিট রাখেন দীপিকা । কোথায় কখন এসব জিনিসের দরকার পড়ে যায় কেউ বলতে পারে না । সম্প্রতি একটি টিভি শো-তে এসে একথা বলেন দীপিকা নিজেই ।

df
fg

By

Published : Jan 2, 2020, 10:03 AM IST

মুম্বই : রণবীরের সঙ্গে কোথাও ঘুরতে গেলে ব্যাগে সেলাইয়ের কিট নিতে কখনও ভোলেন না দীপিকা পাডুকোন । অবাক লাগলেও এটাই সত্যি । আসলে কখন কোন জিনিস কাজে লেগে যায় তা তো কেউ বলতে পারে না । সম্প্রতি একটি টিভি শো-তে এসে একথা নিজেই জানিয়েছেন দীপিকা ।

রণবীর সিংয়ের পোশাক নেটিজ়েনদের কাছে খুবই জনপ্রিয় । আবার অনেক সময় নাকি দীপিকার জামাও পরে নেন তিনি । তবে রণবীরের জামা পরেন না দীপিকা । কিন্তু, মাঝে মধ্যেই একে অপরের জুতো পরেন এই তারকা দম্পতি । দীপিকা বলেন, "আসলে আমাদের দু'জনের পায়ের মাপ সমান । সেই কারণে একে অপরের জুতো পরে নিই ।"

সব থেকে বড় বিষয় হল রণবীরের সঙ্গে যেখানেই ঘুরতে যান না কেন সব সময় ব্যাগে সেলাই কিট রেখে দেন তিনি । আসলে কখন কোন জিনিস কাজে লেগে যায় তা তো কেউ বলতে পারে না । একবার ওই সেলাই কিট তাঁদের খুবই কাজে এসেছিল । দীপিকা বলেন, "বার্সেলোনার একটি মিউজ়িক ফেস্টিভালে যোগ দিয়েছিলাম । সেখানে রণবীর একটি গানের সঙ্গে নেচেছিল । নাচের সময় হঠাৎই আমি একটা বিদঘুটে শব্দ পাই । বুঝতে পারি নাচতে গিয়ে রণবীরের প্যান্ট ছিঁড়ে গেছে । এরপর আমি বসে বসে সেই প্যান্ট সেলাই করি ।"

আর পাঁচজন স্বাভাবিক দম্পতির মতোই রণবীরের ব্যাগ থেকেও মাঝে মধ্যেই নাকি টাকা নিয়ে নেন দীপিকা । ওই টিভি শো-তে একথাও জানান তিনি ।

কাজের দিক থেকে 'ছপাক'-এর প্রোমোশন নিয়ে খুবই ব্যস্ত দীপিকা । সেখানে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি । অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে । পরিচালনায় মেঘনা গুলজ়ার । 10 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি । অন্যদিকে '৮৩' ছবি নিয়ে ব্যস্ত রণবীর । কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details