পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"অন্যের মেয়েকে নিয়ে কেন খারাপ কথা বলছেন ?" জাভেদকে প্রশ্ন কঙ্গনার - কঙ্গনা রানাওয়াত

সুশান্তের মৃত্যুর পর নেপোটিজ়ম, ফেভারিটিজ়ম, ইনসাইডার-আউটসাইডারের মতো বিষয়গুলি নিয়ে সরব হয়েছেন কঙ্গনা । এগুলি নিয়ে বলিউডের প্রথমসারির একাধিক ব্যক্তিত্বকে বিঁধেছেনও তিনি । আর এবার কড়া জবাব দিলেন জাভেদ আখতারকেও ।

োে্োে্
োে্

By

Published : Jul 24, 2020, 8:21 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সবথেকে বেশি চর্চা হচ্ছে নেপোটিজ়ম, ফেভারিটিজ়ম, ইনসাইডার-আউটসাইডারের মতো বিষয়গুলি নিয়ে । এগুলি নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত । এমনকী, বলিউডের প্রথমসারির একাধিক ব্যক্তিত্বকে বিঁধেছেনও তিনি । তার জবাবও পেয়েছেন । তাতেও চুপ থাকেননি অভিনেত্রী । আর এবার কড়া জবাব দিলেন জাভেদ আখতারকেও ।

হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনার ঝামেলার খবর কারও অজানা নয় । সেই বিবাদের সময় নাকি নিজেদের দীর্ঘদিনের বন্ধু রোশন পরিবারের পাশে দাঁড়িয়ে কঙ্গনাকে রীতিমতো ‘শাসিয়েছিলেন’ জাভেদ । সুশান্তের মৃত্যুর পর এক বিবৃতিতে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন কঙ্গনা । জানিয়েছিলেন, "এক সময় জাভেদ তাঁর বাড়িতে আমায় ডাকেন । বলেন রাকেশ রোশন আর তাঁর পরিবার খুবই ক্ষমতাশালী । তাই আমার উচিত অবিলম্বে ওঁদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া । ক্ষমা না চাইলে আমার কোথাও যাওয়ার নেই । আমাকে জেলে যেতে হবে । আমি ধ্বংস হয়ে যাব । আত্মহত্যা ছাড়া আমার আর কোনও পথ খোলা থাকবে না ।"

এরপর সম্প্রতি একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন জাভেদ আখতার ও তাঁর দুই সন্তান জ়োয়া ও ফারহান । ওই সাক্ষাৎকারে নেপোটিজ়ম নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাঁদের । তবে সাক্ষাৎকারটি এখনও সম্প্রচারিত না হলেও তার একটি 40 সেকেন্ডের প্রোমো তৈরি করা হয়েছে । সেখানে ফারহান বলেন, "যদি কারও প্রতিভা থাকে তাহলে সে নিজেই নিজের পথ খুঁজে বের করে নেবে ।" আর জাভেদ বলেন, "নেপোটিজ়ম কোথায় নেই ? প্রতিটা জায়গাতেই রয়েছে ।" এই প্রোমো সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের পালটা জবাব দিতে উদ্যোগী হন কঙ্গনা ।

কঙ্গনার টিমের তরফে টুইট করে লেখা হয়, "প্রিয় আখতাররা, অমর দীপ রানাওয়াতের মেয়ে কঙ্গনা রানাওয়াত । বাড়ি মানালিতে । কখনও কি আপনার থেকে তিনি কাজ বা কোনও সাহায্য চেয়েছেন ? আপনার যা আছে তার সব কিছুই আপনার সন্তানদের দিন । কেন অন্যকারও মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, যখন আপনি নিজের সন্তানদের এতটা বেশি ভালোবাসেন ? কেন নিজের বাড়িতে ডেকে কঙ্গনাকে হুমকি দিয়েছিলেন ? দয়া করে এর উত্তর দিন ।"

কঙ্গনার টিমের পোস্ট

কাজের দিক থেকে 'থালাইভি' ছবিতে দেখা যাবে কঙ্গনাকে । সেখানে জয়ললিতার চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়াও 'তেজস' ও 'ধড়ক'-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

ABOUT THE AUTHOR

...view details