পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত হওয়ার পর অভিষেককে বকেছিলেন অজয় ! - ajay abhishek big bull promotions

অভিষেকের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর জানার পরই তাঁকে ফোন করেছিলেন অজয় দেবগন । আর ফোনের মধ্যেই অভিষেকের উপর রাগ দেখিয়েছিলেন তিনি । পরে অবশ্য অজয়ের রাগের কারণ বুঝতে পেরেছিলেন অভিষেক ।

asd
asd

By

Published : Jan 8, 2021, 1:03 PM IST

Updated : Jan 8, 2021, 3:08 PM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অভিষেক বচ্চন । আর সেকথা টুইট করে জানিয়েছিলেন তিনি । এদিকে তাঁর কোরোনায় আক্রান্ত হওয়ার খবর জানার পরই রেগে গিয়েছিলেন অজয় দেবগন । ফোনে অভিষেককে নাকি বকাবকিও করেছিলেন তিনি ।

জয়া বচ্চন ছাড়া গত বছর কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা । আর তাঁরা কোরোনায় আক্রান্ত হওয়ার পর রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন অনুরাগীরা । তাঁরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য পুজোর আয়োজনও করা হয়েছিল দেশের বিভিন্ন জায়গায় । এদিকে অভিষেকের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর জানার পরই তাঁকে ফোন করেছিলেন অজয় দেবগন । আর ফোনের মধ্যেই অভিষেকের উপর রাগ দেখিয়েছিলেন তিনি । পরে অবশ্য অজয়ের রাগের কারণ বুঝতে পেরেছিলেন অভিষেক ।

সম্প্রতি 'কপিল শর্মা শো'-তে গিয়েছিলেন অভিষেক ও অজয় । সেখানে অভিষেকের কোরোনায় আক্রান্ত হওয়ার প্রসঙ্গ তুলেছিলেন কপিল । তখন অভিষেক বলেন, "আমি যখন কোরোনায় আক্রান্ত হয়েছিলাম তখন সবার প্রথমে অজয় দেবগন আমাকে ফোন করেছিল । আর ফোনের মধ্যেই রীতিমতো রেগে আমাকে বলেছিল, 'এটা কী ? কীভাবে এটা হল ? কী করে এটা হতে পারে ?' তখনই তার রাগের কারণটা আমি বুঝতে পেরেছিলাম । আসলে পরীক্ষা করানোর পাঁচ-ছয়দিন আগেই সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল ।"

'বিগ বুল' ছবিতে অজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অভিষেককে । সম্প্রতি সেই ছবির প্রচারের জন্যই 'কপিল শর্মা শো'-তে গিয়েছিলেন তাঁরা । ছবিটি পরিচালনা করেছেন কুকি গুলাটি । আর প্রযোজনা করেছেন অজয় দেবগন । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি ।

Last Updated : Jan 8, 2021, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details