পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"তোমার স্বামী কে ?", সোশাল মিডিয়ায় ট্রোলড প্রেগন্যান্ট কাল্কি - Pregnant Kalki Koechlin Reveals What Trolls Ask Her

প্রেগন্যান্ট অবস্থায় একাধিক বার ট্রোলড হয়েছেন কাল্কি । তবে এ বিষয়ে তাঁর কিছু যায় আসে না বলেও জানিয়েছেন তিনি ।

ছবি

By

Published : Oct 31, 2019, 3:28 PM IST

মুম্বই : প্রেগন্যান্ট অবস্থায় একাধিকবার সোশাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন তিনি । কখনও তাঁর স্বামী কে তা জানতে চেয়ে প্রশ্ন করা হয়েছে । আবার কখনও পোশাক নিয়েও ট্রোলড হয়েছেন কাল্কি কেঁকলা । সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই সব অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি ।

কাল্কি বলেন, "প্রচুর ট্রোলিং হয়েছে আমাকে নিয়ে । আমার স্বামী কোথায় ? আমি কীভাবে এটা করতে পারলাম । প্রেগন্যান্ট অবস্থায় টাইট পোশাক যেন না পরি । এই ধরনের একাধিক কথা বলা হয়েছে ।"

তাঁর বক্তব্য, "অন্তঃসত্ত্বা না হলেও আপনাকে নিয়ে গসিপ হতে পারে। যদি আপনি সেলিব্রিটি না হয়ে সাধারণ মানুষ হন, তাতেও কিছু মানুষ আপনাকে ট্রোল করবেই। প্রত্যেক মানুষের মতামত ভিন্ন, তাই আমার কাছে ট্রোলিং ঠিক আছে ।"

গাই হার্সবার্গের সঙ্গে প্রেম করছেন কাল্কি । তাঁদের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি । আর বিয়ের আগেই প্রেগন্যান্ট বিষয়টা কীভাবে তিনি সম্মুখীন হন তা জিজ্ঞাসা করা হয় কাল্কিকে । বলেন, "আমি প্রেগন্যান্ট শুনে অনেকেই আমার সঙ্গে কথা বলেন না । তবে এতে আমনার কিছু যায় আসে না । কারণ তাঁদের আমি চিনি না । তবে আমার বিল্ডিংয়ের সবাই জানেন যে আমি প্রেগন্যান্ট । কিন্তু, তাঁদের এতে কোনও সমস্যা নেই । অনেকে আমাকে সাহায্য করতে চান । তাঁরা খুবই ভালো ।" চলতি বছরের শেষের দিকেই গোয়ায় সন্তানের জন্ম দেবেন কাল্কি ।

তবে প্রেগন্যান্সির জন্য কাজ বন্ধ করেননি কাল্কি । নেটফ্লিক্সের একটি নতুন প্রোজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details