মুম্বই : লকডাউনের মধ্যে এখন গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । হাতে কোনও কাজ না থাকায় বাড়িতে বসেই দিন কাটছে সবার । তার মধ্যে কেউ কেউ আবার সময় পেলেই হেঁটে আসছেন স্মৃতিরসরণি দিয়ে । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন সানি দেওল ।
কোরোনা সংক্রমণের আশঙ্কায় অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে শুটিং । আর সেই কারণে বাড়িতে বসেই সময় কাটছে তারকাদের । এখন বাড়ির কাজ করতে দেখা গিয়েছে অনেককেই । কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ বাসন মাজছেন, তো কেউ প্রিয়জনদের জন্য রান্না করছেন জমিয়ে । এছাড়া এই সময় নিজেদের হবিগুলো ঝালিয়ে নিচ্ছেন অনেকেই । কেউ ছবি আঁকছেন, কেউ আবার সুর তুলছেন গিটারে । এভাবেই কেটে যাচ্ছে দিনগুলি । তার মধ্যে কেউ আবার স্মৃতিরসরণি বেয়ে ফিরে গিয়েছেন পুরোনো দিনে । উলটে পালটে দেখছেন পুরোনো ছবিগুলি । অবসরে ছেলেবেলার স্মৃতিচারণা করেছেন অনেকেই । পুরোনো ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন তাঁরা । বাদ যাননি সানিও ।