পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

যুবক ধর্মেন্দ্রর সঙ্গে 'পিলো ফাইট' ছোট্ট সানির - dharmendra

সম্প্রতি ছেলেবেলার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সানি দেওল । সেখানে যুবক ধর্মেন্দ্রর সঙ্গে 'পিলো ফাইট' করতে দেখা গিয়েছে তাঁকে ।

dg
hgd

By

Published : Apr 24, 2020, 9:54 AM IST

মুম্বই : লকডাউনের মধ্যে এখন গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । হাতে কোনও কাজ না থাকায় বাড়িতে বসেই দিন কাটছে সবার । তার মধ্যে কেউ কেউ আবার সময় পেলেই হেঁটে আসছেন স্মৃতিরসরণি দিয়ে । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন সানি দেওল ।

কোরোনা সংক্রমণের আশঙ্কায় অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে শুটিং । আর সেই কারণে বাড়িতে বসেই সময় কাটছে তারকাদের । এখন বাড়ির কাজ করতে দেখা গিয়েছে অনেককেই । কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ বাসন মাজছেন, তো কেউ প্রিয়জনদের জন্য রান্না করছেন জমিয়ে । এছাড়া এই সময় নিজেদের হবিগুলো ঝালিয়ে নিচ্ছেন অনেকেই । কেউ ছবি আঁকছেন, কেউ আবার সুর তুলছেন গিটারে । এভাবেই কেটে যাচ্ছে দিনগুলি । তার মধ্যে কেউ আবার স্মৃতিরসরণি বেয়ে ফিরে গিয়েছেন পুরোনো দিনে । উলটে পালটে দেখছেন পুরোনো ছবিগুলি । অবসরে ছেলেবেলার স্মৃতিচারণা করেছেন অনেকেই । পুরোনো ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন তাঁরা । বাদ যাননি সানিও ।

পরনে হাফ প্যান্ট ও টি শার্ট । মাথার উপর একটি বালিশ তুলে দাঁড়িয়ে রয়েছেন ছোট্ট সানি । তাঁর সামনে মেয়ের সঙ্গে লড়াই করছেন যুবক ধর্মেন্দ্র । সম্প্রতি ছেলেবেলার এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সানি ।

ছেলেবেলায় বাবার সঙ্গে বালিশ দিয়ে মারপিট করতেন তাঁরা । আর সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করে রেখেছিলেন কেউ । যা এই সময় সোশাল মিডিয়ায় শেয়ার করে নস্টালজিক হয়ে পড়লেন সানি । ছবির ক্যাপশনে লেখেন, "ফ্ল্যাশব্যাকে বাবা, আমার বোন ও আমি"।

এদিকে লকডাউনের মধ্যে পরিবারের সঙ্গেই সময় কাটাতে দেখা গিয়েছে বেশিরভাগ তারকাকে । যদিও এই কঠিন সময়ে পরিবারের সঙ্গে নেই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র । বরং নিজের ফার্মহাউজ়ে চাষবাস নিয়েই রয়েছেন তিনি । সেখানেই একা একা সময় কাটছে তাঁর । মাঝে মধ্যে সেখান থেকে ফ্যানদের উদ্দেশে ভিডিয়ো বার্তাও দেন ।

ABOUT THE AUTHOR

...view details