মুম্বই : ছোটো থেকেই ফ্যাশন কনশাস সোনম কাপুর । শুধুমাত্র ব্যাটম্যানকে ভালো লাগে বলে সেই অনুকরণে একটা আস্ত পোশাক বানিয়ে নিয়েছিলেন অভিনেত্রী ।
যদিও সেটা কোনও ফ্য়ান্সি ড্রেস পার্টি নয়, সেটা ছিল ভাই হর্ষবর্ধনের জন্মদিনের পার্টি । তবুও এভাবেই সেজেছিলেন সোনম । ব্যাটম্যানের লোগো কেটে কালো টি-শার্টে লাগিয়েছিলেন । পাশে ছিলেন রিয়া কাপুর । তিনি অবশ্য সাধারণ পোশাকেই ছিলেন ।
সোনম লিখেছেন, "DIY ব্যাটম্যানের কস্টিউম, এমন একটা পার্টির জন্য যেটা ফ্যান্স ড্রেস পার্টি ছিল না, কিন্তু ব্যাটম্যান আমার ফেবরিট সুপারহিরো ছিল । আর রিয়ার সঙ্গে লাফালাফি আর নাচানাচি করা এখনও আমার খুব পছন্দের ।" নিজের মোজার জন্য একটু অস্বস্তির মধ্যেও পড়েছেন সোনম । ছবিটি দেখলে বোঝা যাবে অস্বস্তির কারণ ।
থ্রোব্যাক ছবিতে কমেন্ট করেছেন অনিল কাপুর । ছেলের জন্মদিনে সঠিক সময়ে পৌঁছতে পেরে খুব গর্বিত অনিল । দেখে নিন পোস্ট..