পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'শতরঞ্জ কে খিলাড়ি' রাজকুমার - রাজকুমার রাওয়ের খবর

পরেশ রাওয়ালের সঙ্গে শতরঞ্জ কি খেল অর্থাৎ দাবা খেলায় মেতে উঠলেন রাজকুমার রাও । ইনস্টাগ্রামে শেয়ার করলেন ছবি ।

Rajkumar rao chess player
Rajkumar rao chess player

By

Published : Nov 26, 2020, 5:18 PM IST

মুম্বই : দাবা এমন একটি খেলা, যা শুরু করলে কখন যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাবে বোঝাই যাবে না । দাবা একটা নেশার মতো, যা মানুষকে উন্মত্ত করে তোলে । সেই নেশাতেই মাতলেন রাজকুমার রাও ও পরেশ রাওয়াল ।

পরেশ রাওয়াল দাবা খেলায় ওস্তাদ । ফিল্মের শুটিংয়ের মাঝে তাঁর সঙ্গেই তাই দাবা খেলা শুরু করলেন রাজকুমার ।

রাওয়ের ইনস্টাস্টোরিতে দেখা গেল দুই অভিনেতা খুব মনোযোগ দিয়ে দাবা খেলছেন । ক্যাপশনে লেখা, "মাস্টার প্লেয়ারের সঙ্গে শতরঞ্জ কে খিলাড়ি" । সত্যজিৎ রায় পরিচালিত এক বিখ্যাত ছবির নামও 'শতরঞ্জ কে খিলাড়ি' । রাজকুমার কি ইচ্ছে করেই তাই এই নামটি ব্যবহার করেছেন ?

দেখে নিন...

রাজকুমারের ইনস্টাস্টোরি..

অভিষেক জৈন পরিচালিত কমেডি ছবি 'সেকেন্ড ইনিংস'-এর শুটিং করছেন রাজকুমার । সঙ্গে রয়েছেন পরেশ রাওয়াল, কৃতি স্যানন, ডিম্পল কপাড়িয়ার মতো তাবড় সব অভিনেতারা ।

সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ 2021 সালে মুক্তি পাবে 'সেকেন্ড ইনিংস' ।

ABOUT THE AUTHOR

...view details