মুম্বই : লকডাউনে এখন একসঙ্গে রয়েছেন কৃতি খরবন্দা ও পুলকিত সম্রাট । আর অভিনেত্রী প্রেমিকাকে ইম্প্রেস করতে পুরোদমে উঠে পড়ে লেগেছেন অভিনেতা । কখনও মাথায় তেল মালিশ করে দিচ্ছেন তো কখনও চিংড়ি রেঁধে খাওয়াচ্ছেন ।
সম্প্রতি কৃতি তাঁর ইনস্টাস্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন । সাদা প্লেটে সুন্দর করে সাজানো চিংড়ি মাছ । পাকা শেফদের মতো গার্নিশও করা হয়েছে সেই ডিশ । কৃতি জানালেন যে, রান্নাটি করেছেন পুলকিত ।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "আর তারপর এই অসাধারণ খাবার খেয়ে আমার মৃত্য হল । পুলকিত সম্রাট এভাবেই নিজের কুকিং স্কিল দেখাচ্ছেন ।"