মুম্বই : একতা কাপুরের প্রযোজনায় টেলিভিশনে 'নাগিন'-এর চতুর্থ সিজ়ন চলছে । তবে এই লোককথাকে নিয়ে একটি ফিচার ফিল্ম তৈরি করার কথা ভেবেছিলেন একতা । আর নাম ভূমিকায় অভিনয় করার জন্য় তিনি অ্যাপ্রোচ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফকে । এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন একতা ।
তিনি বলেন, 'দ্য ডার্টি পিকচার'-এর পর নাগিনের গল্পকে বড় পরদায় ফুটিয়ে তুলতে চেয়েছিলেন একতা । তাঁর প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা কাইফ । কিন্তু ক্যাটরিনা খুব পোলাইট ভাবে অফারটিকে প্রত্যাখ্যান করেন । তখন অফারটি যায় প্রিয়াঙ্কা চোপড়ার কাছে ।
একতা আরও বলেন যে, প্রিয়াঙ্কা চরিত্রটি করতে চান । তবে কাজটা শেষ পর্যন্ত হয়ে ওঠে না । কারণ সেই সময়ে পিগি চপস ABC-র থ্রিরাল সিরিজ় কোয়ান্টিকো-কো নিয়ে বেশি উৎসাহী ছিলেন । বলিউডের সীমা পেরিয়ে হলিউডের দিকে ঝুঁকছিলেন তিনি ।
একতা খুব সোজাসুজি নিজের মত প্রকাশ করে বলেন, "আমার মনে হয় ক্যাটরিনা এই লোককথার বিশালত্বটা ধরতে পারেননি ।" তবে ক্য়াটরিনা ও প্রিয়াঙ্কা দু'জনের সঙ্গেই ভবিষ্যতে কাজ করতে চান একতা ।
একতা প্রযোজিত ফিল্ম 'ডলি কিটি ঔর ওহ চমকতে সিতারে' এখন মুক্তির অপেক্ষায় । তবে 24-তম বুসান ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হয়েছে কঙ্কনা সেনশর্মা ও ভূমি পেদনেকর অভিনীত এই ছবিটির ।