মুম্বই : একসময় বাড়ির মধ্যে পরিচয় সংকটে ভুগতেন শাহিদ কাপুর । কারণ তাঁকে দেখে চিনতেই পারত না মেয়ে মিশা কাপুর । এর জন্য খুবই কষ্ট পেয়েছিলেন শাহিদ ।
'পদ্মাবত' ছবিতে রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহিদ । সে সময় তাঁর চুল ও দাড়ি ছিল বড় । তখনই মিশা চিনতে পারেনি তাঁকে । সম্প্রতি নেহা ধুপিয়ার শো-তে গিয়েছিলেন শাহিদ । সেখানেই তাঁর পরিচয় সংকটে পড়ার গল্প শোনান । বলেন, "তখন পদ্মাবতের শুটিং চলছিল । মিরা বাপেরবাড়িতে থাকত । আমি কখনও কখনও সেখানে যেতাম । তখন মিশা আমাকে চিনতেই পারত না ।"