পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাড়িতে পরিচয় সংকটে ভুগতেন শাহিদ ! - Shahid Kapoor

'পদ্মাবত' ছবিতে রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহিদ । সে সময় তাঁর চুল ও দাড়ি ছিল বড় । তখনই মিশা চিনতে পারেনি তাঁকে ।

ছবি

By

Published : Oct 23, 2019, 3:15 PM IST

মুম্বই : একসময় বাড়ির মধ্যে পরিচয় সংকটে ভুগতেন শাহিদ কাপুর । কারণ তাঁকে দেখে চিনতেই পারত না মেয়ে মিশা কাপুর । এর জন্য খুবই কষ্ট পেয়েছিলেন শাহিদ ।

'পদ্মাবত' ছবিতে রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহিদ । সে সময় তাঁর চুল ও দাড়ি ছিল বড় । তখনই মিশা চিনতে পারেনি তাঁকে । সম্প্রতি নেহা ধুপিয়ার শো-তে গিয়েছিলেন শাহিদ । সেখানেই তাঁর পরিচয় সংকটে পড়ার গল্প শোনান । বলেন, "তখন পদ্মাবতের শুটিং চলছিল । মিরা বাপেরবাড়িতে থাকত । আমি কখনও কখনও সেখানে যেতাম । তখন মিশা আমাকে চিনতেই পারত না ।"

তিনি আরও বলেন, "মিশার তখন দেড় বছর বয়স । আমি তার সঙ্গে খেলার জন্য মুখিয়ে থাকতাম । কিন্তু, ও আমাকে চিনতেই পারত না । একবার মিরা ঘরে ছিল না । আমি তখনই গিয়েছিলাম । আর মিশাকে কোলে নিতেই ও কেঁদে ভাসিয়ে দেয় । তারপর যখন আমি কথা বলা শুরু করলাম তখন ও কান্না থামিয়ে আমার মুখের দিকে তাকিয়ে ছিল । আসলে ও আমার গলার আওয়াজ চিনত, কিন্তু মুখে দাড়ি ও বড় চুল দেখে বুঝতে পারত না ।"

'পদ্মাবত' ছবিতে শাহিদ ছাড়াও অভিনয় করেছিলেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন । বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details