মুম্বই : দুই কম বয়সী অভিনেত্রী অভিনয় করবেন ষাটোর্ধ্ব দুই মহিলার চরিত্রে । একথা জানতে পেরে অনেকেই সন্দিহান ছিলেন ছবির কোয়ালিটি নিয়ে । তবে ষাঁণ্ড কি আঁখ যখন মুক্তি পেল তখন ভূমি আর তাপসীর অভিনয় দেখে সবাই চুপ করে গেছিলেন ।
তবে উপর থেকে দেখে যতটা সোজা মনে হচ্ছে, দুই অভিনেত্রীর পক্ষে ততটা সোজা ছিল না পরদার 'শুটার দাদি' হয়ে ওঠা । মেকআপ, বডি ল্যাঙ্গুয়েজ..কোনও দিক থেকেই সহজ ছিল না তাঁদের জার্নিটা ।
ভূমি IANS-কে বললেন, "আমার মনে হয় 'ষাঁণ্ড কি আঁখ' করতে গিয়ে আমাদের অনেক শারীরিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল । বিশেষ করে ওই মেকআপ নিয়ে অভিনয় করাটা খুবই কঠিন ছিল ।"
মেকআপ প্রসঙ্গে এক অপ্রিয় ঘটনার কথা বললেন ভূমি । তিনি বললেন, "আমাদের এত চড়া মেকআপ দেওয়া হত যে, আমার তো চামড়া জ্বলে গেছিল । ত্বকে পুরো অ্যালার্জি বেরিয়ে গেছিল ।"
এই বিষয়টি নিয়ে সেই সময় সমালোচনা হয়েছিল । দুই অল্পবয়সী হিরোইনকে দিয়ে বয়স্কদের চরিত্র না করিয়ে ইন্ডাস্ট্রির বয়োজ্যেষ্ঠ অভিনেত্রীদের সুযোগ দেওয়ার আবেদনে সরব হয়েছিলেন অনেকে ।