পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'রামায়ণ'-এর আগে দীপিকার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল - ramayan

'রামায়ণ'-এর আগে 'বিক্রম অউর বেতাল' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন সুনীল ও দীপিকা । সম্প্রতি ইনস্টাগ্রামে 'বিক্রম অউর বেতাল'-এর একটি পুরোনো ছবি শেয়ার করেন সুনীল ।

dsf
sdf

By

Published : Apr 27, 2020, 3:53 PM IST

মুম্বই : রামানন্দ সাগরের 'রামায়ণ'-এ লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল লাহিড়ি । আর সেখানে সীতার চরিত্রে দেখা গিয়েছিল দীপিকা চিকলিয়া । যদিও ওই ধারাবাহিকের আগেও দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সুনীল । আর সেখানে তাঁর প্রেমিকের চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে ।

'রামায়ণ'-এর আগে 'বিক্রম অউর বেতাল' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন সুনীল ও দীপিকা । সম্প্রতি ইনস্টাগ্রামে 'বিক্রম অউর বেতাল'-এর একটি পুরোনো ছবি শেয়ার করেন সুনীল । সেখানে সুনীলের পাশাপাশি দেখা গিয়েছে দীপিকাকেও । সুনীলের হাতের উপর মুখ রেখে বসে আসেন তিনি । ছবির ক্যাপশনে সুনীল লেখেন, "রামায়ণের আগেও আমি ও দীপিকাজি একসঙ্গে অন্য একটি ধারাবাহিকে কাজ করেছিলাম"।

সুনীলের শেয়ার করা ছবি

লকডাউনের মধ্যে দর্শকদের আনন্দ দিতে ফের টেলিভিশনে দেখানো হচ্ছে রামানন্দ সাগরের 'রামায়ণ'। আর এই মুহূর্তেও যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে ধারাবাহিকটি ।

সোশাল মিডিয়ায় ধারাবাহিকের পুরোনো দিনের ছবিও শেয়ার করছেন তারকারা । ধারাবাহিকটি টেলিভিশনে দেখানোর সঙ্গে সঙ্গেই নস্টালজিক হয়ে পড়েন কলাকুশলীরা । আর সেই কারণে মাঝে মধ্যেই একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করছেন তাঁরা ।

কিছুদিন আগে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সঙ্গে তোলা 'রামায়ণ' টিমের একটি ছবি শেয়ার করেন দীপিকা । এই ধারাবাহিক সম্পর্কে দীপিকা বলেন, "খুব অন্যরকমভাবে তৈরি করা হয়েছিল 'রামায়ণ'। আমরা সবাই মন থেকে তৈরি করেছিলাম ধারাবাহিকটি । এমনকী, পরিচালকও বলেছিলেন, এই ধারাবাহিক আমরা তৈরি করিনি । এগুলি উপর থেকেই তৈরি হয়ে এসেছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details