মুম্বই : কপিল শর্মার শোয়ে এসেছিলেন হেমা মালিনী ও এষা দেওল । সেখানে অনেক মজার ও অজানা তথ্য জানা গেল তাঁদের মুখেই । ধর্মেন্দ্র পত্নী জানালেন যে, একদিন ফোনে ধর্মেন্দ্র এত রোম্যান্টিক কথা বলছিলেন যে, অন্য প্রান্তে থাকা হেমা ঘুমিয়েই পড়েছিলেন । একথা শুনে তখন হাসির রোল উঠেছে অডিটোরিয়ামে ।
কথাটা প্রথম ফাঁস করেন এষাই । তিনি বলেন যে, "আমি আর মা কেউই ফোনে দু'মিনিটের বেশি কথা বলতে পারি না । এই ব্যাপারে মায়ের একটা গল্প আছে । একদিন বাবা ফোনে কথা বলে যাচ্ছিল আর হঠাৎ করে মায়ের নাক ডাকার শব্দ শোনা যায় ।" এষার এই কথা শুনেই জিভ কেটে ফেলেন হেমা ।
নিজের কাজে নিজেই হেসে ফেললেন হেমা এরপর পুরো ব্যাপারটা খোলসা করেন 'ড্রিম গার্ল' হেমা । বলেন, "সেদিন আমি সারা রাত শুটিং করে ফিরেছিলাম । হয়তো খুব ক্লান্ত ছিলাম । আর প্রেমের কথা একটা লিমিট অবধি ভালো লাগে ।"
এষা তো আবার আরও এক কাঠি উপরে । ফোনে কথা বলতে ইচ্ছে না করলে তিনি তাঁর বন্ধুকে দিয়ে কথা বলিয়ে নেন । কারণ এষার সেই বন্ধুর গলার আওয়াজ একেবারে এষার মতো । এই কথা শুনেও হতবাক দর্শক ।
এষাকে শেষ দেখা গেছিল 'কেক ওয়াক' বলে একটি শর্টফিল্মে । অভিনয় ছেড়ে তিনি এখন লেখায় মন দিয়েছেন । অন্যদিকে হেমা মালিনী এখন পুরোপুরি রাজনীতি আর নাচে মনোনিবেশ করেছেন ।