পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অমিতাভের আর কিছু লেখার নেই... - অমিতাভ বচ্চনের খবর

সোশাল মিডিয়ায় অমিতাভ বচ্চন বেশ অ্যাক্টিভ । তবে তাঁর শব্দ ফুরিয়ে এসেছে । কিন্তু, কেন ?

amitabh bachchan social media
amitabh bachchan social media

By

Published : Aug 25, 2020, 3:19 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় প্রায় প্রতিদিন কিছু না কিছু পোস্ট করেন অমিতাভ বচ্চন । ব্লগ লেখার সঙ্গে সঙ্গে টুইটার আর ইনস্টাগ্রামেও বেশ অ্যাক্টিভ তিনি । তবে আজ তাঁর শব্দ ফুরিয়েছে । তেমনই লিখেছেন বিগ বি ।

হিন্দিতে অমিতাভ লিখেছেন, "কখনও কখনও মেনে নিতে হয় যে, আজ টুইটারে লেখার মতো কিছু নেই ।"

দেখে নিন টুইট...

সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি'-র শুটিং শুরু করেছেন অমিতাভ । যাবতীয় সতর্কবিধি মেনেই তিনি শুটিং করছেন । কোরোনা মুক্ত হওয়ার পর এটাই অমিতাভের প্রথম কাজ ।

নীল PPE সুট আর মাস্ক পরে শুটের প্রথম দিনের ছবি শেয়ার করেছেন অভিনেতা ।

ABOUT THE AUTHOR

...view details