পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গায়ক আয়ুষ্মানের অডিশন নিয়েছিলেন পলাশ - আয়ুষ্মান খুরানার খবর

অভিনেতা নয়, গায়ক হতে চেয়েছিলেন যুবক আয়ুষ্মান খুরানা । সেই সময় গায়ক আয়ুষ্মানের অডিশন নিয়েছিলেন পলাশ সেন ।

Ayushmann khurrana wnated to be singer
Ayushmann khurrana wnated to be singer

By

Published : Jun 13, 2020, 1:04 PM IST

মুম্বই : আয়ুষ্মান খুরানা এখন বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা । তবে বরাবরই যে তিনি অভিনেতা হতে চেয়েছিলেন তেমনটা নয় । ক্যারিয়ারের শুরুতে গায়কই হতে চেয়েছিলেন আয়ুষ্মান । আর সেই সময় তাঁর অডিশন নিয়েছিলেন ইউফোরিয়া ব্যান্ডের লিড ভোকালিস্ট পলাশ সেন ।

স্মৃতির পাতা খুঁজে সেই মুহূর্তটা মনে করলেন পলাশ । সেই সময় এক রিয়েলিটি শোয়ের জন্য় অডিশন দিতে এসেছিলেন আয়ুষ্মান, বিচারক ছিলেন পলাশ । শুধু এটাই নয়, ইউফোরিয়ার লাইভ শো করার জন্য তার সঙ্গে আয়ুষ্মান বিভিন্ন জায়গায় ট্র্যাভেলও করতেন সেই সময় ।

.

পলাশ বললেন, "সালটা 2003, একটা অল্পবয়সী ছেলে গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে একটা শোয়ে আসে, যেখানে আমি বিচারক ছিলাম । 'পাপস্টার' নামে সেই শো-টা হয়তো ও জিততে পারেনি, তবে আমার মন জিতে নিয়েছিল । আমার সঙ্গে ইউফোরিয়া-র শো করতে বিভিন্ন জায়গায় ট্র্যাভেল করত, আমার কাছে কাছে থাকত ।"

আর পলাশ তাঁকে কী বলতেন ? "কখনও হার মানবে না..." ছেলেটাকে বারবার এটাই বলতেন গায়ক । সেই অল্পবয়সী ছেলেটাই আয়ুষ্মান । পলাশ বললেন, "ও এখন ভারতের সবথেকে প্রিয় ও প্রতিভাবান অভিনেতা । আয়ুষ, আমি তোমায় নিয়ে এখনও ততটাই গর্বিত, যতটা 17 বছর আগে ছিলাম ।"

গুলাবো সিতাবো

গতকাল অর্থাৎ 12 জুন মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার 'গুলাবো সিতাবো', আর সেই প্রসঙ্গেই এতগুলো কথা লিখেছেন পলাশ । সবাইকে এই ছবি দেখার উপদেশ দিয়েছেন গায়ক । ছবিটি ইতিমধ্যেই মন জিতে নিয়েছে সমালেচকদের ।

ABOUT THE AUTHOR

...view details