মুম্বই : সে অনেক বছর আগের কথা । অভিষেক ও শ্বেতা তখন খুবই ছোটো । পরিবারের সঙ্গে নেদারল্যান্ড ঘুরতে গিয়েছিলেন অমিতাভ বচ্চন । যেখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় টিউলিপ বাগান, কেউকেনহোফ । সেখানে ঘুরতে গিয়েছিলেন তাঁরা । বিভিন্ন রঙের টিউলিপ দেখে মন ভরে গিয়েছিল তাঁদের । আর সেই টিউলিপের একটি ঝোঁপে পড়ে গিয়েছিল ছোট্ট অভিষেক । তাঁকে নাকি সেখানে খুঁজেই পাওয়া যাচ্ছিল না । প্রায় হারিয়েই যাচ্ছিলেন । বাড়িতে বসে এখন সেই সব স্মৃতিচারণাই করছেন অমিতাভ ।
কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে জারি লকডাউন । এই সময় বাড়িতেই সময় কাটছে তারকাদের । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা । বাদ যাননি অমিতাভও । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি । আর স্মৃতির সরণি বেয়ে ফিরে যাচ্ছেন পুরোনো দিনগুলিতে ।