মুম্বই : বাড়ির সোফায় বাবা প্রকাশ পাডুকোন ও আমির খানের মাঝে বসে রয়েছেন দীপিকা । এছাড়াও ছবিতে রয়েছেন দীপিকার মা, বোনসহ আরও এক আত্মীয় । সবার মুখই হাসি হাসি । সম্প্রতি ইনস্টাগ্রামে পুরোনো এই ছবি শেয়ার করেন দীপিকা ।
সালটা 2000 । দিনটা 1 জানুয়ারি । দীপিকা তখন 13 বছরের কিশোরী । তাঁদের বাড়িতে গিয়েছিলেন আমির খান । তাঁদের বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়াও করেন তিনি । দই ভাতও খেয়েছিলেন । এদিকে সেই সময় দীপিকারও খুব খিদে পেয়ে গিয়েছিল । কিন্তু, লজ্জার খাতিরে খেতে বসতে পারছিলেন তিনি । ভেবেছিলেন আমির হয়তো তাঁকে খাওয়ার কথা বলবেন । ভুল ভেবেছিলেন । আমির কিছুই বলেননি । এতে খুবই খারাপ লেগেছিল কিশোরী দীপিকার । যাই হোক তখন আর এ বিষয়ে কিছু বলেননি । এত বছর পর বিষয়টি প্রকাশ্যে আনলেন তিনি ।