পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রথম দেখায় অনুষ্কাকে কী বলেছিলেন বিরাট? - বলিউড

2013 সালে একটি কমার্শিয়াল অ্যাডের শুটিংয়ে অনুষ্কার সঙ্গে দেখা হয় বিরাটের। প্রথম দেখায় অনুষ্কাকে কী বলেছিলেন তিনি? জানালেন বিরাট।

Virat-Anushka

By

Published : Sep 6, 2019, 10:29 AM IST

Updated : Sep 6, 2019, 10:36 AM IST

মুম্বই : বিয়েটা চুপচাপ সেরে ফেললেও, বিয়ের পর নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা অনুষ্কা আর বিরাট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিরাট জানালেন, অনুষ্কাকে প্রথম দিন কী বলেছিলেন তিনি।

বিরাট বলেন, "একটি শ্যাম্পুর অ্যাড শুটে আমাদের দেখা হয়। আমি খুবই এক্সাইটেড ছিলাম ওই ব্র্যান্ডের অংশ হতে পেরে। তবে যখনই শুনি যে, অনুষ্কার সঙ্গে আমায় এক ফ্রেমে দেখা যাবে আমি চমকে গেছিলাম। আমার মনে হয়েছিল একজন পেশাদার অভিনেত্রীর পাশে আমায় তো একেবারে বোকার মতো দেখতে লাগবে। আমি বুঝে উঠতে পারিনি যে, কী করে করব আমি এটা।"

একসঙ্গে...

বিরাট আরও বলেন, "অনুষ্কা যখন সেটে আসে ওঁকে আমার থেকে লম্বা মনে হচ্ছিল। আমি পরিস্থিতিটাকে একটু হালকা করতে ওঁকে প্রশ্ন করি, "তুমি এর থেকে লম্বা হিল খুঁজে পাওনি আর?" অনুষ্কা এই প্রশ্ন শুনে বলে, "এক্সকিউজ় মি?", আমি তখন বলি "আমি মজা করছিলাম"। আমার জোকটাই যেন আমায় আরও অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল। তবে আমি আমার নার্ভাসনেস কাটাতে কথাটা বলি, যেটা বোধহয় আমার বলা উচিত হয়নি।"

অনুষ্কার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা আজও মনে করেন বিরাট। সব সম্পর্কের সূচনাটাই একটা অস্বস্তি দিয়েই শুরু হয়। কোনও কোনও সম্পর্ক সেই অস্বস্তির চাপেই শেষ হয়ে যায়। আর কোনও সম্পর্ক সেই অস্বস্তিকে কাটিয়ে এগিয়ে যায় অনেকদূর, একটা ডেস্টিনির মতো। আজ দেশের অন্যতম সফল দম্পতি বিরাট-অনুষ্কা। নেটিজেনরা তাঁদের 'বিরুষ্কা' বলে ডাকে।

Last Updated : Sep 6, 2019, 10:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details