পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনে স্মৃতির সরণিতে হাঁটলেন সিদ্ধার্থ-রণদীপ

এখন স্বাভাবিক জীবনকে মিস করছেন সিদ্ধার্থ মলহোত্রা ও রণদীপ হুডাও । তাই লকডাউনের মধ্যে একবার স্মৃতির সরণি বেয়ে হেঁটে এলেন সিদ্ধার্থ মলহোত্রা ও রণদীপ হুডা ।

sdf
sdf

By

Published : Apr 16, 2020, 12:58 PM IST

Updated : Apr 16, 2020, 1:13 PM IST

মুম্বই : সেই মার্চের মাঝামাঝি সময় থেকেই গৃহবন্দী দেশবাসী । ঘরে থাকাটা আরও পাকাপাকি হয়ে যায় লকডাউন জারির পর । সারাক্ষণ বাড়িতে থাকতে একঘেয়ে লাগছে অনেকেরই । সেই তালিকায় রয়েছেন একাধিক তারকারাও । এই সময় নিজেদের স্বাভাবিক জীবন, ব্যস্ততা সব কিছুকেই খুব মিস করছেন তাঁরা । সিনেমার জন্য যাঁরা লাইমলাইে থাকছেন তাঁরা এখন ব্যস্ত ঘরের কাজ করতে । কেউ বাসন মাজছেন, কেউ ঘর পরিষ্কার করছেন আবার কেউ রান্না করছেন । আর তার মাঝে সময় পেলেই হেঁটে আসছেন স্মৃতির সরণি দিয়ে । স্বাভাবিক জীবনকে মিস করছেন সিদ্ধার্থ মলহোত্রা ও রণদীপ হুডাও ।

একটা সময় ছিল যখন দরজা খুলে কোনও চিন্তা ভাবনা না করেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন সিদ্ধার্থ । কিন্তু, এখন বাড়ি থেকে বের হওয়ার আগে দশবার চিন্তা করতে হয় । তারপরই বাড়ির পা রাখেন তিনি । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি সাদা-কালো ছবি পোস্ট করেন সিদ্ধার্থ । সেখানে জানলার বাইরে মুখ করে বসে থাকতে দেখা যায় তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "ওই সময়ের কথা মনে আছে যখন আমরা বাড়ির দরজা খুলেই বেরিয়ে যেতে পারতাম ? হ্যাঁ, আমি এখন সেই কথাই চিন্তা করছি !"

সিদ্ধার্থের মতো স্মৃতির সরণিতে হেঁটেছেন রণদীপ হুডাও । এখন ঘোড়ায় চড়াকে মিল করছেন তিনি । সোশাল মিডিয়ায় ঘোড়ার সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন তিনি । একটা সময় খোলা আকাশের নিচে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াতেন তিনি । কখনও কখনও একদৃষ্টে তাকিয়ে থাকতেন পড়ন্ত বিকেলের সূর্যের দিকে । ওই দিনগুলিতে এখন খুবই মিস করছেন তিনি ।

সেই সব দিনগুলো যেন এখন গল্প কথারই মতো । কিছুদিন আগে স্মৃতিচারণা করেছিলেন অনুষ্কা শর্মাও । সোশাল মিডিয়ায় 'সুই ধাগা' সিনেমার প্রচারের সময়কার একটি ছবি শেয়ার করেন অনুষ্কা লেখেন, "একটা সময় ছিল যখন আমরা বাইরে ভিড়ের মধ্যে যেতাম । এবং মাস্ক নয় সানগ্লাস পরতাম ।" লকডাউনের মধ্যে ঘরে বসে এখন স্মৃতিচারণা করছেন সব তারকাই । পাশাপাশি স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় দিনগুনছেন তাঁরা ।

অনুষ্কার পোস্ট
Last Updated : Apr 16, 2020, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details