পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এ বছর জন্মদিনে শাহরুখকে কী সারপ্রাইজ় দিতে চলেছেন গৌরী ? - Gauri Khan spills the beans about birthday

প্রতিবছরই স্বামীর জন্মদিনের প্ল্যান করে থাকেন গৌরী খান । যদিও এবছর তেমন কোনও প্ল্যান করেননি তিনি । সবাই মিলে একসঙ্গে বাড়িতেই বাদশার জন্মদিন কাটাবেন বলে ঠিক করা হয়েছে ।

ছবি

By

Published : Oct 23, 2019, 10:27 AM IST

মুম্বই : শাহরুখ খানের জন্মদিন 2 নভেম্বর । এক বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন তাঁর ভক্তরা । কিন্ত, এবছর কীভাবে জন্মদিন কাটাবেন শাহরুখ ? সেকথা জানিয়েছেন গৌরী খান নিজেই ।

2 নভেম্বর থেকেই শুরু হয়ে যায় ভক্তদের কাউন্টডাউন । ফের একটা বছরের অপেক্ষা । আর জন্মদিনের দিন শাহরুখকে একবার দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা । 'মান্নাত'-এর বাইরে দাঁড়িয়ে থাকেন তাঁরা । ভক্তদের নিরাশ করেন না শাহরুখও । ঘরের বাইরে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি । আর জন্মদিনটি স্পেশাল ভাবেই কাটান শাহরুখ । তবে সেই প্ল্যানটি করেন স্ত্রী গৌরী খান ।

এবছর বাদশার জন্মদিনের জন্য কী প্ল্যান করেছেন তিনি ? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয় তাঁকে । বলেন, "এবছর আমরা বাড়িতেই থাকব । একসঙ্গে ডিনার করব, ব্যস ।"

গতবছর তাঁর জন্মদিনেই মুক্তি পেয়েছিল 'জ়িরো'-র ট্রেলার । বক্স অফিসে ভালো ব্যবসা করেত পারেনি ছবিটি । তারপরই অভিনয় থেকে কিছুদিনের জন্য বিরতি নেন শাহরুখ । শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আবার সিলভার স্ক্রিনে দেখা যাবে তাঁকে । ইতিমধ্যেই বেশ কয়েকটি স্ক্রিপ্ট দেখেছেন । রাজকুমার হিরানি ও আতলে কুমারের ছবিতে কাজ করতে পারেন বলে শোনা যাচ্ছিল । যদিও কুমারের ছবিটি আপাতত তিনি করছেন না জানা গেছে । সম্ভবত হিরানির পরবর্তী ছবিতে দেখা যাবে কিং খানকে ।

ABOUT THE AUTHOR

...view details