পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কীভাবে জীবনের মোড় ঘুরল বরুণের? - Varun

সোশাল মিডিয়ায় নিজের জীবনের টার্নিং পয়েন্টের কথা শেয়ার করলেন বরুণ ধাওয়ান।

বরুণ ধাওয়ান

By

Published : Aug 2, 2019, 10:03 AM IST

মুম্বই : শৈশবকাল থেকেই ফিল্মি দুনিয়াকে খুব কাছ থেকে দেখেছেন বরুণ ধাওয়ান। তবে ক্যামেরার সামনে প্রথমবার দাঁড়ানোর অভিজ্ঞতা আলাদা। অন্তত বরুণ ধাওয়ানের কাছে সেই মুহূর্তটা জীবনের টার্নিং পয়েন্ট। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ অভিনয় করাটাই বদল দিয়েছিল বরুণের জীবন, নিজেই শেয়ার করলেন অভিনেতা।

গতকালই 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' পূর্ণ করল সাত বছর। এই উপলক্ষ্যে বরুণ নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে লিখলেন, "সাত বছর আগে, আজকের দিনে বদলে গেছিল আমার জীবন।"

সঙ্গে দিলেন ছবির পোস্টার, যেখানে উজ্জ্বল হরফে লেখা, "ইন্ট্রোডিউসিং বরুণ ধাওয়ান"। প্রথম দর্শনেই নিজের সিগনেচার হাসি দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন বরুণ।

বর্তমানে বলিউডের অন্যতম প্রমিসিং অভিনেতা বরুণ

আপাতত বরুণ ব্যস্ত 'স্ট্রিট ডান্সার 3D' ছবিটি নিয়ে। সম্প্রতি শেষ হয়েছে ছবির শুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এছাড়াও বরুণের ঝুলিতে রয়েছে 'কুলি নম্বর ওয়ান' ছবিটি। সেখানে তিনি তাঁর বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় অভিনয় করবেন।

ABOUT THE AUTHOR

...view details