মুম্বই : শৈশবকাল থেকেই ফিল্মি দুনিয়াকে খুব কাছ থেকে দেখেছেন বরুণ ধাওয়ান। তবে ক্যামেরার সামনে প্রথমবার দাঁড়ানোর অভিজ্ঞতা আলাদা। অন্তত বরুণ ধাওয়ানের কাছে সেই মুহূর্তটা জীবনের টার্নিং পয়েন্ট। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ অভিনয় করাটাই বদল দিয়েছিল বরুণের জীবন, নিজেই শেয়ার করলেন অভিনেতা।
গতকালই 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' পূর্ণ করল সাত বছর। এই উপলক্ষ্যে বরুণ নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে লিখলেন, "সাত বছর আগে, আজকের দিনে বদলে গেছিল আমার জীবন।"