পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মিলিন্দ সোমানের - Milind Soman Raj Bhawan

মিলিন্দের সঙ্গে সাক্ষাৎতের মুহূর্তের একাধিক ছবি টুইটারে পোস্ট করেন রাজ্যপাল । এরপর সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি লেখেন, "দার্জিলিংয়ের রাজ ভবনে মিলিন্দ সোমন ও তাঁর মায়ের সঙ্গে দেখা হয়েছে । তাঁর মতো একজন অসাধারণ সুপার মডেল ও অভিনেতা আমাদের যুব সমাজকে উৎসাহিত করে । তাঁর অনুপ্রেরণা যুবসমাজকে শরীরচর্চা করার বার্তা দেয় ।"

dasd
as

By

Published : Nov 30, 2020, 2:10 PM IST

শিলিগুড়ি : এই মুহূর্তে দার্জিলিংয়ে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর । সেখান থেকেই রাজভবনের যাবতীয় প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন । আর এবার সেখানেই মিলিন্দ সোমনের সঙ্গে সাক্ষাৎ হল তাঁর ।

মিলিন্দের সঙ্গে সাক্ষাৎতের মুহূর্তের একাধিক ছবি টুইটারে পোস্ট করেন রাজ্যপাল । এরপর সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি লেখেন, "দার্জিলিংয়ের রাজ ভবনে মিলিন্দ সোমন ও তাঁর মায়ের সঙ্গে দেখা হয়েছে । তাঁর মতো একজন অসাধারণ সুপার মডেল ও অভিনেতা আমাদের যুব সমাজকে উৎসাহিত করে । তাঁর অনুপ্রেরণা যুবসমাজকে শরীরচর্চা করার বার্তা দেয় ।"

শরীরচর্চা করার জন্য সবাইকেই অনুপ্রেরণা দেন মিলিন্দ । আর সেই কারণে সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই শররীচর্চার ছবি ও ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় তাঁকে । এছাড়া ভারতের ম্যারাথনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি । দেশের যে কোনও প্রান্তে আয়োজিত ম্যারাথনে যোগ দিতে দেখা যায় তাঁকে ।

প্রায় এক সপ্তাহ আগে মা উষা ও স্ত্রী অঙ্কিতাকে নিয়ে 21 কিলোমিটার ম্যারাথনে যোগ দিয়েছিলেন মিলিন্দ । অঙ্কিতা 21 কিলোমিটার এবং উষাদেবী 10 কিলোমিটার সম্পূর্ণ করেন । দার্জিলিংয়ের কঠিন পাহাড়ি রাস্তায় এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল । ইনস্টাগ্রামে কয়েকটি ছবি করে একথা জানান মিলিন্দ ।

ABOUT THE AUTHOR

...view details