পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টাক নিয়ে সিনেমা তৈরির ধারণা প্রথম আমাদের মাথায় আসে : আয়ুষ্মান - Ayushmann's dad

আয়ুষ্মান খুরানার বক্তব্য, "এই বিষয়টি নিয়ে যে হিন্দিতে ছবি হতে পারে সেটা আমাদের মাথায় প্রথমে এসেছিল । তবে আমরা এই বিষয় নিয়ে কাউকে দোষারোপ করতে চাই না বা তাঁদের পিছনে কথাও বলতে চাই না ।"

ছবি

By

Published : Oct 30, 2019, 12:03 PM IST

Updated : Oct 30, 2019, 12:52 PM IST

মুম্বই : 'বালা' নাকি 'উজরা চমন' কোন ছবির আইডিয়া সবথেকে আগে এসেছে । এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই একটা চাপানউতোর শুরু হয়েছে । আর এবার 'বালা' সম্পর্কে আয়ুষ্মান খুরানা বলেন, "হিন্দি সিনেমায় এই ধরনের আইডিয়া আমাদের মাথায় প্রথম আসে । আর আমাদের শুটিংও আগে হয়েছে । এমনকী, টিজ়ারও এসেছে আগে ।"

ছবিতে একজন টাক মাথা ব্যক্তির চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে । একজন টাক মাথা ব্যক্তির জীবনে কী কী সমস্যা দেখা যায়, আর চুল না থাকলে মানসিক অবস্থা ঠিক কেমন হয় তাই তুলে ধরা হয়েছে ছবিতে । এছড়া চুল উঠতে থাকার সমস্যা এখন প্রায় সবারই । সম্প্রতি ছবির প্রোমোশনে এসেছিলেন ইয়ামি গৌতম ও আয়ুষ্মান । সেখানেই আয়ুষ্মান বলেন, "এই বিষয়টি নিয়ে যে হিন্দিতে ছবি হতে পারে সেটা আমাদের মাথায় প্রথমে এসেছিল । তবে আমরা এই বিষয় নিয়ে কাউকে দোষারোপ করতে চাই না বা তাঁদের পিছনে কথাও বলতে চাই না ।"

সময়ের সঙ্গে সঙ্গে এখন বদলেছে ছবির ধারণা । যে বিষয়গুলির সঙ্গে খুব সহজেই মানুষ নিজেকে রিলেট করতে পারে সেই ধরনের ছবি এখন তাঁরা বেশি পছন্দ করেন । এই প্রসঙ্গে ইয়ামি বলেন, "'ভিকি ডোনার' ছবিতে যদি ফিরে যাই তাহলেই দেখা যাবে ওই সময় দাঁড়িয়ে ওই ধরনের ছবি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল । কারণ তাঁরা একটা পরিবর্তন চাইছিলেন । তাঁরা এমন কোনও ছবি দেখতে চাইছেন যার সঙ্গে নিজেদের রিলেট করতে পারবেন । আর 'বালা'ও এমন একটা সময়ে দাঁড়িয়ে তৈরি করা হয়েছে যে সময়ে চুল পড়া একটা বড় সমস্যা । ছেলেরাও এখন চুল পড়ার সমস্যায় ভোগে । কিন্তু, এবিষয়ে কেউ কিছুই বলেন না । আর টাক নিয়ে হীনমন্যতায় ভোগেন তাঁরা । আমার মনে হয় এবার কিছু পরিবর্তন হবে ।"

এর আগেও নাকি টেকো মানুষের চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান । বলেন, "একটি নাটকের জন্য ন্যাড়া হতে হয়েছিল আমাকে । শুধু আমি নই আরও 12জন ছেলেকেও ন্যাড়া হতে হয় । পরিচালকের মনে হয়েছিল ন্যাড়া হলে দর্শকদের বেশি ভালো লাগবে । আমার মনে আছে ন্যাড়া হওয়ার পর হেলমেট পরে বাড়িতে ঢুকতাম । আর বাবার কাছে চূড়ান্ত বকুনি খেয়েছিলাম ।"

সব ঠিক থাকলে 7 নভেম্বর মুক্তি পাবে 'বালা' ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Oct 30, 2019, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details