পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"জাতি হিসেবে আমরা ব্যর্থ" - অর্জুন কাপুরের খবর

কেরালায় গর্ভবতী হাতির মৃত্যুকে এখনও মেনে নিতে পারছেন না মানুষ । কী করে এমন নৃশংসতার পরিচয় দিতে পারে কেউ ? প্রশ্ন তুলছেন দেশবাসী । নিজেকে মানুষ বলতে লজ্জা পাচ্ছেন কেউ কেউ । একই তালিকায় নাম লেখালেন অর্জুন কাপুর ।

Arjun kapoor on kerala elephant incident
Arjun kapoor on kerala elephant incident

By

Published : Jun 4, 2020, 12:09 PM IST

মুম্বই : "জাতি হিসেবে আমরা ব্যর্থ", এক গর্ভবতী হাতের মুখে বারুদ ভরতি আনারস তুলে দিয়ে তার হত্যা করে মানুষ যে নৃশংসতার পরিচয় দিয়েছে, তারপর অর্জুন কাপুরের এমনটাই মনে হচ্ছে ।

রক্তে মাখা হাতির একটি গ্রাফিকাল ছবি শেয়ার করে অর্জুন ব্যক্ত করেছেন তাঁর মনের কথা । লিখেছেন, "জাতি হিসেবে আমরা ব্যর্থ । আমরা এই পৃথিবীকে সুরক্ষিত রাখতে পারিনি ।"

কেউ তাঁর কথা অস্বীকার করতে পারবে না, বিশ্বাস অর্জুনের । "এই জঘন্য অপরাধের জন্য আমরা ভুগব, কেউ আমাদের বিশ্বাস করবে না", অকপটে লিখেছেন অর্জুন ।

শুধু অর্জুন নন, পুরো দেশের অসংখ্য বোধসম্পন্ন মানুষই এই ঘটনায় চোখের জল ফেলেছেন । সোশাল মিডিয়া ছেয়ে গেছে মর্মস্পর্শী ছবিতে । মানবিকতা বলে কি আর কিছু অবশিষ্ট নেই, নাকি ছিলই না কোনওদিন ? উত্তর খুঁজছে মনুষ্যজাতি ।

ABOUT THE AUTHOR

...view details