নিউ দিল্লি : লাদাখ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি । চিন এবং ভারতের মধ্যে একাধিক বৈঠক হয়, মধ্যস্থতায় সম্মতি দেয় দুই দেশই । কিন্তু তারই মধ্যে 15 জুন গালওয়ান উপত্যকায় চিন এবং ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষ বাধে । ভারতের 20 জন জওয়ান শহিদ হন ।
এরপরই ভারতের প্রায় প্রতি রাজ্যে প্রতিবাদের ঝড় ওঠে । চিনা দ্রব্য বয়কটের ডাক দেয় সাধারণ মানুষ । ব্যান করা হয় 59 টি চিনা অ্যাপ । আর এই টালমাটাল অবস্থার মধ্যেই লেহ পৌঁছান প্রধানমন্ত্রী ।