পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জাতীয় স্তরে টক্কর দেওয়ার মতো কাজই করতে পারি : অরিন্দম শীল - অরিন্দম শীলের খবর

"ভিডিয়োতে এমনভাবে কাজ হয়েছে, যে বোঝাই যায় না দুটো আলাদা জায়গায় শুট করা", বললেন অরিন্দম ।

arindam shil in genda phool bengali
arindam shil in genda phool bengali

By

Published : Oct 10, 2020, 7:58 PM IST

কলকাতা : লোক সংগীত শিল্পী রতন কাহারের রচিত লোকগান 'বড় লোকের বিটি লো' নিয়ে কয়েক মাস ধরেই তোলপাড় দেশ । প্রথমে গানটির রিমিক্স করলেন বাদশা, জ্যাকলিন ফার্নান্ডেজ়ের নাচে সেই গান 'গেন্দা ফুল' তুমুল জনপ্রিয় হয়ে উঠল । তবে মিউজ়িক ভিডিয়োর ক্রেডিট লিস্টে রতন কাহারের নাম না থাকায় বিতর্ক তৈরি হল । তবে শিল্পীকে তাঁর যোগ্য সম্মান দেওয়া হয় তারপরই । কীভাবে ? শ্রী কাহারকে সঙ্গে করে তৈরি হল এই গানের বাংলা ম্যাশআপ ।

কাহারের কণ্ঠের সঙ্গে যোগ হল বিক্রম ঘোষের তবলা, দেবলীনা কুমারের নাচের তাল, ইমন চক্রবর্তীর গলা । সর্বোপরি মিউজ়িক ভিডিয়োটির পরিচালনা করলেন পরিচালক অরিন্দম শীল । আজই ছিল গানের অফিশিয়াল মুক্তি । ETV ভারত সিতারাকে কিছু অজানা কথা বললেন অরিন্দম ।

দেবলীনা

এর আগে টুকটাক মিউজিক ভিডিয়োর কাজ করেছেন অরিন্দম । তবে এত বড় আকারে কোনওদিন করেনি । তবে কাজটি করতে পেরে খুশি পরিচালক ।

বিক্রম ঘোষকে আগেই বলা হয়েছিল তবলা দিয়ে শুরু করার কথা । সেই শুরুটা এত ভালো হয় যে, ভিডিয়ো তৈরির পরিকল্পনা শুরু হয় । তখন বিক্রম কথা বলেন অরিন্দমের সঙ্গে । অরিন্দম আমাদের জানিয়েছেন, "খুব কম বাজেটে, কম রিসোর্স কাজে লাগিয়ে এই মিউজ়িক ভিডিয়ো তৈরি করেছি । মাত্র 5 ঘণ্টা শুট করেছি । ঠিক করেছিলাম যে, এমনভাবে এটা তৈরি করব যাতে জ্যাকলিন আর বাদশার অংশটুকুর সঙ্গে পুরো ব্যাপারটা কমপ্লিমেন্ট করে ।"

বিক্রম

"ভিডিয়োতে এমনভাবে কাজ হয়েছে, যে বোঝাই যায় না দুটো আলাদা জায়গায় শুট করা । বিক্রমের মিক্সটাও অসাধারণ হয়েছে । অরিজিনালের থেকে আরও বেশি পেপি হয়ে গেছে । পরে ওরা বলে, যে বাদশাহের লিপের অংশটা বাদ দিয়ে আমার শুট করা অংশটাই রাখতে । লঞ্চের পরপরই ভাইরাল হয়েছে । আধঘণ্টার মধ্যে 80,000 ভিউজ় ছাড়িয়েছে । কলকাতায় বসে আমি বারবার এইটাই প্রমাণ করতে চাই, যে আমাদের অনেক কিছু নেই, কিন্তু আমরা ভালো কাজ করতে পারি । এবং জাতীয় স্তরে টক্কর দেওয়ার মতো কাজই করতে পারি ।", যোগ করলেন অরিন্দম ।

কয়েক কোটি টাকা খরচ করে হিন্দি মিউজিক ভিডিয়োটি তৈরি হয়েছিল, আর বাংলা ভিডিয়োটিতে এক লক্ষ টাকাও খরচ হয়নি । 5 ঘণ্টায় পুরো শুট শেষ । মধুরা পালিত ক্যামেরা করেছেন, দীপায়ন ভট্টাচার্য করেছেন এডিট ।

ABOUT THE AUTHOR

...view details