কলকাতা : সুজিত সরকারের 'পিকু' ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয় করেছিলেন জিশু সেনগুপ্ত । ছবিতে রানা চৌধুরি, অর্থাৎ ইরফানের বন্ধু সৈয়দের চরিত্রে অভিনয় করেছিলেন জিশু । সে যেন এক স্বপ্নপূরণের মতো জিশুর কাছে । আজ ইরফানের মৃত্যুর খবরে খুবই ব্যথিত জিশু ।
জিশু বলেছেন, "আমি ভাবতেই পারছি না ইরফান খান আর নেই । জানতাম ওঁর শরীর খারাপ । কিছুদিন ধরে ট্রিটমেন্ট চলছিল । তবে এত তাড়াতাড়ি যে চলে যাবেন সেটা কল্পনারও বাইরে ।
বললেন, "উনি কত বড় মাপের অভিনেতা সেটা আমরা সবাই জানি । উনি একজন বড় মাপের মানুষও ছিলেন । আমার সৌভাগ্য হয়েছিল ওঁর সঙ্গে কাজ করার, 'পিকু' ছবিতে । যতবার ওঁর কাছে হেল্প চেয়েছি, ততবার উনি হেল্প করেছেন, ততবার দেখিয়ে দিয়েছেন, আলোচনা করেছেন, বলেছেন, এইভাবে করলে ভালো হবে । আমি বিশ্বাসই করতে পারছি না ইরফান খান আর নেই । আমি জানি না কী বলব, খুব শকিং।"
ইরফান খানের সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁরা প্রত্য়েকেই বলেছেন যে, ইরফান শুধু ভালো অভিনেতা ছিলেন তাই নয়, একজন ভালো মানুষ ছিলেন । হয়তো এত ভালো মানুষ বলেই এত ভালো অভিনেতা হয়ে উঠতে পেরেছিলেন তিনি । সিনেমা তো আসলে জীবনেরই প্রতিফলন !