পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কলকাতায় ভিকি, প্ল্যান করলেন ফুচকা খাওয়ার - ভিকি কৌশল কলকাতায়,

'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ'-এর প্রোমোশনে শহর কলকাতায় এসেছেন ভিকি কৌশল । এখানে এসে তিনি কী বললেন জানেন ? বললেন জমিয়ে ফুচকা খাওয়ার প্ল্যান আছে তাঁর ।

Vicky Kaushal in Kolkata
Vicky Kaushal in Kolkata

By

Published : Feb 18, 2020, 7:35 PM IST

কলকাতা : কলকাতার সঙ্গে ফুচকার সম্পর্ক যেন অবিচ্ছেদ্য । কলকাতার গলি, গলির মধ্যে ফুচকার স্টল, ফুচকাওয়ালাকে ঘিরে থাকা খরিদ্দার..এটা খুব পরিচিত দৃশ্য আমাদের কাছে । তবে সুদূর মুম্বই থেকে আসা ভিকি কৌশলও বেশ ওয়াকিবহাল কলকাতার ফুচকা নিয়ে । 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ'-এর প্রোমোশনে কলকাতায় এসে নিজেই জানালেন তিনি ।

ভিকি বললেন, "আমি মুম্বতে বসে আলোচনা করি যে, যদি এমন কোনও স্ক্রিপ্ট আসে যার লোকেশন কলকাতায়, তাহলে আমি সেই স্ক্রিপ্টটা পড়ার আগেই হ্যাঁ বলে দেব । কারণ কলকাতায় শুট করার জন্য আমি মুখিয়ে আছি ।"

ভিকি এটাও বলেন, "আমি আর অভিষেক একই হোটেলে আছি । ও এখানে 'বব বিশ্বাস'-এর শুটিং করছে । আমি তো ওকে বলেই দিলাম যে, আমি তোমায় হিংসা করি, তুমি কলকাতায় শুটিং করার এত সুযোগ পেয়েছ । আর আমি একদমই শুট করতে পারিনি ।"

হার্টথ্রব

অভিনেতা যে বড় ফুডি সে কথা আগেই বলেছেন । এদিনও তার একটা প্রমাণ পাওয়া গেল । ভিকি বললেন, "আমায় বলা হয়েছে যে, আমি বাইরে যাব, ফুচকা খাব...তাই আমি খুব খুশি ।"

পার্ক সার্কাসের এক বিলাসবহুল মাল্টিপ্লেক্সের দুই নম্বর হলে আয়োজন করা হয়েছিল এই প্রেস মিটের । তবে নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরি করে ঢুকলেন ভিকি । সেই জন্য মাফও চেয়ে নিলেন তিনি ।

দেখে নিন ভিডিয়ো..

দেখে নিন ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details