পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কথা রাখলেন বাদশা, রতন কাহারের অ্যাকাউন্টে এল বিশাল অঙ্কের টাকা - Badshah paid Ratan kahar 5 lakh rupees

কথা রাখলেন বাদশা । যোগ্যের হাতে তুলে দিলেন উপযুক্ত মর্যাদা । 'বড়লোকের বিটি লো'-র স্রষ্টা রতন কাহারকে আর্থিক সাহায্য করলেন কথা মতো । দিলেন 5 লক্ষ টাকা ।

Badshah paid Ratan kahar 5 lakh rupee
Badshah paid Ratan kahar 5 lakh rupee

By

Published : Apr 6, 2020, 11:00 PM IST

কলকাতা : শিল্পীর এককথা । যা প্রতিশ্রুতি দিয়েছেন, তাই পালন করলেন বাদশা । তাঁর 'গেন্দা ফুল'গানটির একটি অংশ 'বড়লোকের বিটি লো' । সেই গানের স্রষ্টা রতন কাহারের হাতে বাদশা তুলে দিলেন 5 লক্ষ টাকা । ETV ভারতকে এই কথা জানালেন রতন কাহারের পুত্র শিবনাথ কাহার ।

শিবনাথ জানান, "বাদশাস্যর আমাদের বলেছিলেন আর্থিক সহায়তা করবেন । তিনি বাবাকে আর্থিক সহায়তা করেছেন । বাবাকে উনি সম্মান জানিয়েছেন । বাবার ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা এসে গেছে । লকডাউনের জন্যে তিনি আসতে পারছেন না, তবে বলেছেন লকডাউন কেটে গেলেই আসবেন বাবার সঙ্গে দেখা করতে । এটাও বলেছেন যে, বাবার সঙ্গে অনুষ্ঠান করবেন, প্রোগ্রাম করবেন । আমার বাবাও ওঁকে অনেক ধন্যবাদ জানিয়েছেন । অনেক আতিথিয়তা করেছেন । একজন শিল্পীর সঙ্গে আরেকজন শিল্পীর যে সম্মানের আদান-প্রদান হয়, তাঁদের মধ্যেও তাই হয়েছে।"

রতন কাহার IANS-কে জানিয়েছিলেন যে, তিনি বাদশার থেকে আর্থিক সাহায্য প্রত্যাশা করেন । খুব খারাপ সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছে তাঁর পরিবার । বাদশা সেই কথা রাখলেন । শুধু তাই নয়, 'গেন্দা ফুল'-কে পুনরায় এডিট করে কো-লিরিসিস্ট হিসেবে রতন কাহারের নাম ঢোকানো হবে, জানা গেছে বাদশার টিম মেম্বার দীপঙ্কর রায়ের তরফ থেকে ।

বীরভূমের সিউরির বাসিন্দা লোকসঙ্গীতশিল্পী রতন কাহারের 'বড়লোকের বিটি লো' আজকের গান নয় ।1972 সালে এই লোকগানটি লেখেন রতন কাহার । 1976 সালে স্বপ্না চক্রবর্তী রেকর্ড করেন গানটি । পরে আকাশবাণীতেও এই গান গেয়েছিলেন রতন কাহার । এই গানের কিছু কথা বাদশা রেখেছেন তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত গান 'গেন্দা ফুল'-এ, যেই গান ইতিমধ্যেই সেনসশনে পরিণত হয়েছে । তবে কোনও স্বীকৃতি দেওয়া হয়নি রতন কাহারকে ।

তবে এখন সেসব অতীত । বাদশার সাহায্যে খুশি রতন কাহার ও তাঁর পরিবার ।

ABOUT THE AUTHOR

...view details