কলকাতা : অস্কার নিয়ে সারা পৃথিবী জুড়ে উন্মাদনা কাজ করে। অস্কার একটা বেঞ্চমার্ক চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য। জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়' সেই পুরস্কার পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
অস্কারে মনোনীত ভারতীয় ছবি 'গালি বয়' - Aparna Sen
আগামী 9 ফেব্রুয়ারি থেকে অ্যামেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে অস্কার পুরস্কার বিতরণের অনুষ্ঠান। ভারত থেকে মনোনীত ছবি হিসেবে যাচ্ছে জ়োয়া আখতারের 'গালি বয়'।
দেশ জুড়ে 28 টি ছবিকে প্রাথমিক ভাবে মনোনয়ন করা হয়েছিল। এর মধ্যে একটি ছবিকে বাদ দেওয়া হয় সাবটাইটেল না দেওয়ার জন্য। যে 27 টি ছবি পড়ে থাকে তার মধ্য়ে মারাঠি, হিন্দি, মালয়লম,আসামিজ়, তেলুগু, গুজরাটি,বাংলা ছবি ছিল। বাংলা থেকে যে তিনটে ছবি প্রাথমিক ভাবে মনোনীত হয়েছিল তার মধ্যে ছিল 'কণ্ঠ', 'তারিখ' ও 'নগরকীর্তন'। কিন্তু, এই তিনটির মধ্যে একটিও চূড়ান্ত তিনে স্থান পায়নি বলে শোনা যায়।
ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আজ কলকাতার এক পাঁচতারা হোটেলে ভারতীয় অস্কার কমিটি 'গালি বয়' মনোনয়নের ঘোষণা করে। বোন জ়োয়া আখতারের এই সাফল্যের কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ফারহান আখতারও...