পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"নলেন গুড় ভালোবাসি", কলকাতা এসে বাংলায় বললেন জাহ্নবী - janhvi speaks Bengali

অস্পষ্ট বাংলায় জাহ্নবী বললেন "আমি নলেন গুড় ভালোবাসি" ।

Janhvi Kapoor and arjun kapoor in kolkata
Janhvi Kapoor and arjun kapoor in kolkata

By

Published : Jan 23, 2020, 7:37 PM IST

কলকাতা : গতকাল সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক নামকরা গল্ফ কোর্সে হয়ে গেল জমজমাট ফ্যাশন শো । এই শোয়ে অংশগ্রহণ করতে শহরে এলেন জাহ্নবী কাপুর ও অর্জুন কাপুর । অনামিকা খান্নার পোশাক পরে ব়্যাম্পে হাঁটলেন ভাই-বোন ।

সাংবাদিকের অনুরোধে বাংলা বললেন জাহ্নবী-অর্জুন । অর্জুন 'গুণ্ডে' ছবিতে একটি গানে লিপ দিয়েছিলেন, যেখানে গানের লিরিক্স ছিল বাংলায় । বাপ্পি লাহিড়ির সুরে সেই গানের কথাগুলোই হাসতে হাসতে বললেন অভিনেতা । বললেন, "তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও..ও সোনা ও সোনা ও সোনা ।"

অন্যদিকে জাহ্নবী ভাঙা বাংলায় বললেন, "আমি তোমায় ভালোবাসি ।" ফের সাংবাদিকদের অনুরোধ, একটু অন্যকিছু শোনান । কারণ, অবাঙালি মানেই তাঁর থেকে এই শব্দগুলোই প্রত্যাশিত । সাংবাদিকের অনুরোধে ফের একবার জাহ্নবী বললেন, "আমি নলেন গুড় ভালোবাসি ।" সবাই হেসে উঠলেন ।

কলকাতা এসে নলেন গুড়ের আইসক্রিমও খেয়েছেন অভিনেত্রী, জানালেন নিজেই...দেখে নিন ভিডিয়ো...

Janhvi Kapoor and arjun kapoor in kolkata

ABOUT THE AUTHOR

...view details