মুম্বই : সেফটি ফার্স্ট । বাড়ির বাইরে বেরোলেই এই মন্ত্র মেনে চলছেন বিশ্ববাসী । সব কাজই করতে হবে, তবে তার আগে যাবতীয় সতর্কবিধি মেনে । ক্য়াটরিনা কাইফ তাঁর নতুন প্রজেক্ট শুরু করার আগে কোরোনা পরীক্ষা করিয়ে নিলেন ।
ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন ক্যাটরিনা । ডাক্তার তাঁর সোয়াব পরীক্ষা করছেন সেই ভিডিয়োতে । প্রথমটায় একটু ঘাবড়ে গেছিলেন ক্যাট, তাঁর টিম থেকে তখন সাহস যোগাতে বলা হল হাসিমুখে পরীক্ষা করাতে, তাহলেই সব ঠিক হয়ে যাবে । শুনে হেসে ফেললেন অভিনেত্রী ।