পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Vicky Katrina wedding : সাদা শাড়ি, খোলা চুল ; বিয়ের আগে ভিকির বাড়িতে ক্যাটরিনা - ভিকির বাড়িতে ক্যাটরিনা

বিয়ের আগে একবার দু‘পক্ষ একসঙ্গে হয়ে গিয়ে প্রাক-প্রস্তুতি সেরে নিলেন ? নাকি ছিল কোনও বিয়েরই আচার ? তা স্পষ্ট না হলেও শনি ও রবিবার একে-অপরের বাড়িতে যেতে দেখা গেল ভিকি ও ক্যাটকে ৷

Vicky Katrina wedding
বিয়ের আগে ভিকির বাড়িতে ক্যাটরিনা

By

Published : Dec 6, 2021, 12:06 PM IST

মুম্বই, 6 ডিসেম্বর: আর মাত্র কয়েক ঘণ্টা ৷ তারপরেই রাজস্থানে শুরু হতে চলেছে তিন দিনের রাজকীয় বিয়ের পর্ব ৷ তবে তার আগে সপরিবার হবু বরের বাড়িতে উপস্থিত কনে ৷ রবিবার ভিকি কৌশলের বাড়ির সামনে ক্যামেরাবন্দি হলেন ক্যাটরিনা কাইফ ৷ সঙ্গে তাঁর মা-বোনও ছিলেন ৷ হাসিমুখে পোজও দিলেন ক্যাটসুন্দরী ৷ আগের রাতেই ক্যাটের বাড়ির সামনে দেখা গিয়েছিল ভিকিকে ৷

বিয়ের আগে একবার দু‘পক্ষ একসঙ্গে হয়ে গিয়ে প্রাক-প্রস্তুতি সেরে নিলেন ? নাকি ছিল কোনও বিয়েরই আচার ? তা স্পষ্ট না হলেও শনি ও রবিবার একে-অপরের বাড়িতে যেতে দেখা গেল ভিকি ও ক্যাটকে ৷ শনিবার রাতে ক্যাটরিনার বাড়িতে যান ভিকি ৷ আর রবিবার তাঁর বাড়িতে গেলেন ক্যাটরিনা, একেবারে সপরিবারে ৷ ছিলেন অভিনেত্রীর মা সুজান টারকুয়োট ৷ তাঁর পরনে ছিল সবুজ কুর্তা ও দুপট্টা ৷ বিয়ের প্রাক্কালে ক্যাটের সাজেও ছিল এক্কেবারে দেশি লুক ৷ সাদা শাড়ির সঙ্গে এথনিক কানের দুল - মোহময়ী সাজে ধরা দেন তিনি ৷ গাড়িতে ওঠার আগে চিত্র সাংবাদিকদের আবদারও রাখতে দেখা যায় তাঁকে ৷ হাত নেড়ে, হাসিমুখে পোজ দেন ক্যাটরিনা ৷

আরও পড়ুন : Vicky-katrina wedding : সেজে উঠেছে জয়পুরের দুর্গ, ভিক্যাটের জমকালো বিয়েতে অতিথি তালিকায় চমক

সোমবারই রাজস্থানের সোয়াই মাধোপুর জেলায় পৌঁছে যাওয়ার কথা হবু বর-কনের ৷ তবে তাঁরা একসঙ্গেই যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান শুরু হবে মঙ্গলবার অর্থাৎ 7 ডিসেম্বর থেকে ৷ সঙ্গীত, মেহেন্দি হয়ে বিয়ে 9 ডিসেম্বর ৷ এখনও পর্যন্ত যা খবর এই রাজকীয় বিয়ের সাক্ষী থাকতে চলেছেন 120 জন অতিথি ৷ চিত্রনির্মাতা কবীর খান, প্রযোজক অমৃতপাল সিং বিন্দ্রা ও পরিচালক আনন্দ তিওয়ারি বিয়েতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷ বলিউডের অন্য়ান্য সহকর্মী বন্ধুদের জন্য ভিকি ও ক্যাট পরে রিসেপশন পার্টির আয়োজন করবেন বলে খবর ৷

আরও পড়ুন : Vicky Katrina wedding: রাজকীয় এন্ট্রির পরিকল্পনা, কীভাবে ক্যাটকে বিয়ে করতে যাবেন ভিকি ?

ABOUT THE AUTHOR

...view details