মুম্বই, 6 ডিসেম্বর: আর মাত্র কয়েক ঘণ্টা ৷ তারপরেই রাজস্থানে শুরু হতে চলেছে তিন দিনের রাজকীয় বিয়ের পর্ব ৷ তবে তার আগে সপরিবার হবু বরের বাড়িতে উপস্থিত কনে ৷ রবিবার ভিকি কৌশলের বাড়ির সামনে ক্যামেরাবন্দি হলেন ক্যাটরিনা কাইফ ৷ সঙ্গে তাঁর মা-বোনও ছিলেন ৷ হাসিমুখে পোজও দিলেন ক্যাটসুন্দরী ৷ আগের রাতেই ক্যাটের বাড়ির সামনে দেখা গিয়েছিল ভিকিকে ৷
বিয়ের আগে একবার দু‘পক্ষ একসঙ্গে হয়ে গিয়ে প্রাক-প্রস্তুতি সেরে নিলেন ? নাকি ছিল কোনও বিয়েরই আচার ? তা স্পষ্ট না হলেও শনি ও রবিবার একে-অপরের বাড়িতে যেতে দেখা গেল ভিকি ও ক্যাটকে ৷ শনিবার রাতে ক্যাটরিনার বাড়িতে যান ভিকি ৷ আর রবিবার তাঁর বাড়িতে গেলেন ক্যাটরিনা, একেবারে সপরিবারে ৷ ছিলেন অভিনেত্রীর মা সুজান টারকুয়োট ৷ তাঁর পরনে ছিল সবুজ কুর্তা ও দুপট্টা ৷ বিয়ের প্রাক্কালে ক্যাটের সাজেও ছিল এক্কেবারে দেশি লুক ৷ সাদা শাড়ির সঙ্গে এথনিক কানের দুল - মোহময়ী সাজে ধরা দেন তিনি ৷ গাড়িতে ওঠার আগে চিত্র সাংবাদিকদের আবদারও রাখতে দেখা যায় তাঁকে ৷ হাত নেড়ে, হাসিমুখে পোজ দেন ক্যাটরিনা ৷