পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'শিক্ষক' হৃতিককে চেজ় 'ছাত্র' টাইগারের - ওয়ার ট্রেলার

মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'ওয়ার'-এর অফিশিয়াল ট্রেলার।

ওয়ার ট্রেলার

By

Published : Aug 27, 2019, 10:45 AM IST

মুম্বই : একদিকে হৃতিক তো অন্যদিকে টাইগার। একজন গ্রীক দেবতা তো অন্যজন শরীর চর্চার অনুপ্রেরণা। এই দুই অভিনেতা যখন একসঙ্গে এক ছবিতে, তখন তার ইম্প্যাক্ট যে কী হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। কিছুটা আন্দাজ পাওয়া গেল 'ওয়ার'-এর ট্রেলারে।

টানটান অ্যাকশনে 2 মিনিট 25 সেকেন্ডের এই ট্রেলার যেন হট কেক। পাতে পড়তেই সুপারহিট। মুহূর্তে লক্ষাধিক ভিউ। সিদ্ধার্থ আনন্দের পরিচালিত এই ছবি মুক্তি পাবে চলতি বছরের 2 অক্টোবর।

দেখে নিন ট্রেলার...

ABOUT THE AUTHOR

...view details