মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে বন্ধ সিনেমা হল । এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক ছবি । দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে সেগুলির মুক্তির তারিখ । আর তাই এই পরিস্থিতিতে সবদিক বিবেচনা করে ছবিগুলিকে ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ় করার সিদ্ধান্ত নিচ্ছেন নির্মাতারা । যদিও সিনেমা কোথায় মুক্তি পেল তা নিয়ে খুব একটা চিন্তা নেই অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর । তাঁর মতে, যে কোনও মাধ্যমের দ্বারা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোটাই আসল বিষয় ।
সিনেমা হলের পরিবর্তে ডিজিটালে মুক্তি পেতে চলেছে বলিউডের একাধিক ছবি । আর সেই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত 'গুলাবো সিতাবো', বিদ্যা বালনের 'শকুন্তলা দেবী' ও অক্ষয় কুমার অভিনীত ছবি 'লক্ষ্মী বম'।