মুম্বই : প্রায় প্রতিদিনই কোনও না কোনও ধর্ষণের ঘটনা সামনে আসে । সম্প্রতি হায়দরাবাদে এক পশু চিকিৎসককে গণধর্ষণ করে হত্যা করা হয় । এই ঘটনায় গর্জে উঠেছিল গোটা দেশ । গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের । এরপর পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তর । সমাজে প্রতিদিন ঘটতে থাকা এই ঘটনার বিরুদ্ধে এবার মুখ খুলেছেন এশা গুপ্ত ।
এশা এমন একটা সমাজ চান যেখানে মহিলাদের দোষারোপ করা হবে না । সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেছেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "আমাদের এই মুহূর্তে কি চাই ? এমন একটা সমাজ যেখানে পোশাকের জন্য আমাদের দোষারোপ করা হবে না । এতে 3 বছর বয়সি শিশু বা 90 বছরের বৃদ্ধার কোনও দোষ নেই । ধর্ষণের আসল কারণ হল ধর্ষকরা নিজেই । এমন একটা সমাজ দরকার যেখানে মহিলাদের উপর হতে থাকা বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে মহিলারা মহিলাদের পাশে দাঁড়াবেন । এমনকী, পুরুষরাও মহিলাদের পাশে দাঁড়াবেন ।"