মুম্বই : মারা গেলেন বলিউডের জনপ্রিয় সুরকার-গায়ক ওয়াজিদ খান । 1 জুন ভোরবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়াজিদ । বলিউডে শোকের ছায়া ।
যদিও এখনও তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি, তবে কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ওয়াজিদ । আবার কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি যে কিডনির সমস্যায় মৃত্যু হয়েছে তাঁর । তবে অফিশিয়ালি কিছু জানানো হয়নি ।
খবরটি খুবই অপ্রত্যাশিত । এখনও কেউ মেনে নিতে পারেননি এই মৃত্যু । তবে সত্যিকে তো এড়িয়ে যাওয়া যায় না । শোকপ্রকাশ করে সোনু নিগম লিখেছেন, "আমার ভাই, ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গেল ।"
সম্প্রতি সলমন খানের জন্য কয়েকটি গান কম্পোজ় করেছিলেন সাজিদ-ওয়াজিদ । ভাই সাজিদের সঙ্গেই জুটি বেঁধে গান তৈরি করতেন ওয়াজিদ । ভাইজানের কণ্ঠে 'পেয়ার করোনা' আর 'ভাই ভাই' গান দুটো কম্পোজ় করেছিলেন সুরকারদ্বয় । সেটাই যে তাঁর শেষ সৃষ্টি হয়ে থেকে যাবে কে জানত ?
ওয়াজিদ খানের আত্মার শান্তি কামনা করে ETV ভারত সিতারা ।