ইরফান খান আর ঋষি কাপুরের পরপর মৃত্যু এখনও মেনে নিতে পারেনি দেশের মানুষ । আর এরই মধ্যে এরও এক নক্ষত্রপতন । 1 জুন ভোর রাত্তিরে প্রয়াত জনপ্রিয় গায়ক-সুরকার ওয়াজিদ খান । সাজিদ-ওয়াজিদ, দুই ভাইয়ের এই জুটিকে চিরকালের জন্য ভেঙে চলে গেলেন ওয়াজিদ ।
উত্তরপ্রদেশের সাহারানপুরে জন্মগ্রহণকারী ওয়াজিদ ছিলেন তবলাবাদক ওস্তাদ শরাফত হুসেন খানের ছেলে । বাবার সঙ্গে এক দারুণ সম্পর্ক ছিল ওয়াজিদের । বাবার মৃত্যুর পর অনেকদিন সেই শোক কাটাতে পারেননি তিনি । এমনকি সেই সময়ে সংগীতের দুনিয়া থেকে একটা ব্রেকও নিয়েছিলেন সাজিদ-ওয়াজিদ ।
1998 সালে সলমন খানের 'পেয়ার কিয়া তো ডরনা ক্যায়া' ছবিতে 'তেরি জওয়ানি মস্ত মস্ত হ্যায়' গানটি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন । মাল্টি ট্যালেন্ডেড ওয়াজিদ যেমন তাক লাগানো সুর করতেন, ঠিক ততটাই আলাদা ছিল তাঁর কণ্ঠস্বর । গায়ক হিসেবে 'ডু ইউ ওয়ানা পার্টনার', 'সোনি দে নখরে', 'হুড় হুড় দবাং দবাং দবাং', বা 'চিন্তা তা চিতা'-র মতো একাধিক সুপারহিট গান দিয়েছেন ওয়াজিদ ।
ভালো মিউজ়িকের খোঁজে সারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন ওয়াজিদ । তাঁকে বলতে শোনা যেত, "জীবনটা আনন্দের, উঠে পড় আর উপভোগ কর" । জীবন রসে পরিপূর্ণ মানুষটা আজ মুখ লুকিয়েছেন মৃত্যুর কোলে । তবে তাঁর গানগুলো আজও অমর । সেই সমস্ত সৃষ্টির মধ্যে দিয়েই তিনি বেঁচে থাকবেন দর্শকের মধ্যে ।